পাতা:অভিমানিনী.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 অভিমানিনী নাই! কবিরাজ মহাশয় সকালে আসিয়া বলিয়া গিয়াছেন, “অবস্থা বড় খারাপ। জ্ঞান হইলেই আমায় খবর দিও।” এই সময় বাহির হইতে কে ডাকিল,-“বাড়ীতে কে আছ ?” বামার মা মনে করিল, তাহার প্রেরিত লোকষ্টি বোধ হয় ফিরিয়া আসিয়াছে। তাড়াতাড়ি বাহিরে গিয়া বলিল, “কে ঘোষের পো ?” বলিয়াই দেখিল একজন অপরিচিত লোক । মাথার কাপড়টা একটু টানিয়া দিয়া দাড়াইতেই আগস্তুক বলিল, “মা ঠাকরুণের সঙ্গে একবার দেখা করতে চাই ।” বামার মা । আপনি কোথা থেকে আসছেন ? আগ। আমি রঘুনাথ উমানাথের খবর এনেছি। বামার মা । গিন্নীর বড় অসুখ ; আজি ক’দিন থেকে এখন তখন অবস্থা বল্লেই হয় । আগ । যেমনই হোক, আমার দেখা না করলেষ্ট নয়। বামার মা । উপরে যান। এখন তিনি অজ্ঞান হয়ে রয়েছেন ! আগন্তুক উপরে উঠিয়া বামার মার নির্দিষ্ট কক্ষে প্রবেশ করিল। BDDBD DDD DDSDBD BB BDBkLDB DBDuDB Duu BiBS BDBSut চক্ষুরুন্মীলন করিয়াছেন । আগম্বুককে দেখিয়া ক্ষীণকণ্ঠে বলিলেন, “রঘুনাথ এসেছে ?” বামার মা বুঝিল, গৃহিণীর সংজ্ঞা হইয়াছে। তখন কবিরাজের কথা তাহার স্মরণ হইল । সে তাড়াতাড়ি কবিরাজকে সংবাদ দিতে Cs আগন্তুক বসু-গৃহিণীর কথায় কি উত্তর দিবে ভাবিয়া পাইল না । ইতস্ততঃ করিয়া বলিল, “না, এখনও আসে নাই ।” বসু-গৃহিণী। আপনি কে ?