পাতা:অভিমানিনী.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিমানিনী দিয়া গেলেন, বলিলেন, “দেখো আর একবার চেষ্টা করে যদি दलैी efstTs of ”. কবিরাজ চলিয়া গেলে পাড়ার দস্তুগিল্পী আহারান্তে পান চিবাইতে চিবাইতে আসিয়া বলিলেন, “মা ঠাকুরুণ আজ কেমন আছেন গো ?” বসু-গৃহিণী তখন চক্ষু মুদ্রিত করিয়াছিলেন। বামার মা বলিল, “আন্তে কথা কও। গিল্পী ঘুমুচ্ছেন।” দত্ত-গিল্পী নিম্নকণ্ঠে বলিলেন, “বিমল বলছিল, উমানাথের নাকি জেল হয়েছে। কালকেতায় পুলিশের সঙ্গে নাকি মারামারি করেছিল। খবরের কাগজে উঠেছে।” বামার মা বলিল, “এা ? বল কি ? কি সর্ব্বনাশ ।” দত্ত-গিৰী বামার মা’র গা টিপিয়া বলিলেন, 'চুপ।" বামার মা দেখিল বসু-গৃহিণী চোক চাহিয়াছেন। উত্তেজিত ভাবে বসু-গৃহিণী বলিলেন, “কি বল্পে দত্ত-গিল্পী, উমানাথের জেল হয়েছে। আর রঘুনাথ-বল বল তার কি হয়েছে ? বেঁচে আছে ত ?” এই কথা বলিতে DBB uBDDBDi DDD DBDBBuB uuD DBBB SS DDBBD D DDuDuu গিয়া তাঁকে ধরিল। বলিল, “না। মা, কে বললে ? কিছু হয়নি, তুমি কি শুনতে কি শুনেছ ?” বসু-গৃহিণী। তুমি আমার কাছে লুকোচ্ছ বামার মা ? রঘুনাথ উমানাথ আমাআন্ত প্রাণ । তারা কেন আমার কাছে নাই ? উমানাথের জেল হয়েছে, রঘুনাথ বুঝি বেঁচে নাই। বল বল, রঘুনাথের কি হয়েছে ?” বলিতে বলিতে বসু-গৃহিণী মুস্থিত। ইয়া পড়িলেন। তাহার মস্তক বামার মার হাতের উপর ঢলিয়া পড়িল । বামার মা আস্তে আস্তে তাহার সংজ্ঞাহীন দেহ বিছানার উপর শোয়াইয়া দিল ও দত্ত-গিল্পীকে বলিল, “সর্ব্বনাশ হল । শীগগির কবিরাজ মহাশয়কে খবর দাও।”