একাদশ পরিচ্ছেদ । “কি আর বলিব মায় ? क्लिछू नश नारै • তাহার হৃদয়ে, এ কথা বলিব কায় ?” চণ্ডীদাস । বিকাল বেলা হৃদয় বাবু বাহিরের বৈঠকখানায় একাকী বসিয়া জমীদারীর খাতাপত্র দেখিতেছিলেন । তঁহার পাশ্বে একটি পালিস করা কাঠের বাক্স । বাক্সের মধ্যে বহুবিধ কাগজপত্র । কতকগুলি কাগজ একত্রিত করিয়া লাল ফিতা দিয়া এক একটা তাড়া বাঁধা হইয়াছে। পৃথক পৃথক খোপের ভিতর চিঠিপত্র । হৃদয় বাবু, পাকা জমীদার। জমীদারী সংক্রান্ত প্রত্যেক কার্যা নিপুণভাবে পরীক্ষা করিতেন। সমস্ত খাতাপত্রে তাহার তীক্ষ দৃষ্টি ছিল। তঁহার পর্যবেক্ষণের গুণে র্তাহার জমীদারীর আয় পূর্ব্বাপেক্ষা প্রায় দ্বিগুণ হইয়া দাড়াইয়াছিল। হৃদয় বাবু একান্ত মনোনিবেশ সহকারে একখানি দলিল দেখিতে, ছিলেন, এমন সময় এক ব্যক্তি দ্রুতপদে বৈঠকখানায় প্রবেশ করিল। তাহার দেহ ঘর্ম্মাক্ত। মুখে উৎকট চিন্তা ও উৎকণ্ঠার চিহ্ন ফুটিয়া উঠিয়াছে। হৃদয় বাৰু আগন্তুকের দিকে দৃষ্টিপাত করিতেই সে তাঁহাকে নমস্কার করিল। হৃদয় বাবু বলিলেন, “আপনি কি চান ?”
পাতা:অভিমানিনী.djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।