পাতা:আইন ১৮২৮.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপীল আদালতে প্রথমত উপস্থিত কি মূল্যের মোকদম৷ ১৩ আইন। ং প্র ॥ নালিশের আজিও উপস্থিত রসুম” প্রথমতঃ মফসল আপীল আদাল তে দিতে হইবেক কিন্তু ফরিয়াদী কিম্বা আসামীর উপকায়ের নিমিত্তে তাহারদের তদ্বিষয়ে দরখাস্ত পাইলে আপৗল আদালতের সাহেবের সে রসুম ও জামিন জিলা আদালতে দাখিল করিতে অনুমতি দিতে পারেন। এরূপ অনুমতির সম্বাদ জিলা ও ও শহরের জজসাহেবের নিকট পাঠান যাইবেক ও তাহ লওনের মিয়াদ নিরাপত করাযাইবে। ৪ ধা। ১ প্র। জিলা আদালতের মধ্যে উপস্থিতহওয়া মোকদমায় যদি উভয় বিবাদির মধ্যে এবিষয়ে বিবাদ হয় যে সে মোকদম সেই আদালতের শুবণীয়ের মধ্যে* কি না। তবে জজসাহেব প্রথমত এই তজবজ করিবেন যে সে মোকদম আদা লতে শুনিবায় যোগ্য কি না পরে যেমত বুঝেন তদনুরূপে হুকুম দিবেন। যদি জজ সাহেবের বিবেচনায় উভয় বিবাদির কেহ অসম্মত হয় তবে সে ব্যক্তি মফঃসল আপীল আদালতে তাহার সরাসরি আপীল করিতে পারে এবণ২ সে আদালতের সাহেবেরদের তদ্বিষয়ে ডিক্রী চূড়ান্ত। কিন্তু যদি আসামী ফরিয়াদীর নালিশের প্র থম জওয়াৰে এবিষয়ে কিছু ওজর না করে তবে সে ওজর পশ্চাৎ গ্রাহ্য হইবে না। এৰণ জিলা ও শহরের জজসাহেবের হকুমের উপর যে আপীল করা যায় তাহার ডিক্রর তারিখের পর এক মাসের মধ্যে না হইলে মঞ্জুর হইবে না যদ্যপি সে ব্যক্তি বিলম্বের উপযুক্ত কারণ দর্শাইতে না পারে। ং প্র ॥ এপ্রকার আপলের আজি সে জিলা অথবা মফঃসল আপীল আদালতে দাখিল করা যাইতে পারে। যদি প্রথমতঃ সেই জিলা কিম্বা শহরের আদালতে আজি দাখিল হয তবে জজসাহেব সেই আর্জি ও মোকদ্দমার রোয়দাদ আপীল আদালতে পাঠাইবেন এবপ২ সে আদালতের সাহেবের তদ্বিষয়ে নিষপত্তি না করিলে সেই মোকদমা সেপর্য্যন্ত মুলতবী থাকিৰে। ৩ প্র। এইরুপ সরাসরি আপলের কোন উপস্থিত রসুম লওয়া যাইবে না এৰমফঃসল আপীল আদালতের সাহেবের উকীলেরদিগকে তাহারদের শুম ও যত্ব বু কিয় যে রসুম উপযুক্ত বুঝেন তাহ বিলি করিয়া দিবেন কিন্তু নিরূপিত মেহনত আনার রসূমের চতুর্থা^শের একাংশের অধি হইবেক না এৰণ যে ব্যক্তি মোক দমার মিথ্যা কারণ দর্শাইয় থাকে তাহাকে সে রসুম দিতে হইবে। ৫ ধী | ১ প্ল ৷ জিলা ও শহরের আদালতে মোকদম গুননযোগ্য কি না এতদ্ধি ধয়ে উভয় বিষাদির মধ্যে বিবাদের মোকদম। যদি মফঃসল আপীল আদালতে উ [91] L 2 ఉby a ty নালিশের দরখাস্তু। [sws8 ॥ २8 डा ॥ ১৩ ধারা লেখ ।] উপস্থিত রসুম ও জা মিন । রসুম মোকদ্দমার মূল্যের বিষয়ে বিবাদ । বিস্তারিত ১৮১৭ ॥ ১৯ অী ॥ ৪ ধার } মোকদ্দমার শুননয্যে গ্যতার নিশ্চয়করণ। [२४:०६ ॥ १७ ख्र1 ॥ ৭ ধারা দেখ।] উপস্থিত রসুমের অপ্র যোজন । আপীল আদালতে মো কদমা শুৱণীয় বিষয়ের বিবাদ ।