পাতা:আইন ১৮২৮.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

styరి আদালতসম্লকীয় দস্তুরে । রেবিনিউ সম্নকীয় দ ফুরে । তেজার সম্নকীয় দ ফুরে। করিয়াদীর শপথ । ইউরোপীয় আমালার নামে নালিশ । ৬ আইন। কিয়ৎকালের জন্যে এক জন মোপ্তারকার রাথিতে পারেন এবণ২ সে সরকারী মালপ্তজারী ও আবশ্যক খরচ দিয়া বাকী জমা আদালতে দাখিল করিবে । কিন্তু দ থলের বিষয় যেখানে অতিশয় সূক্ষ্ম বিবেচনা করিয়া দেখা যায় যে এমত না করিলে নয় কেবল সেই স্থলে এরুপ মোপ্তারকার স্থাপিত হইবে । যে ভূমি অথবা জমী দারী এরুপে ক্রোক হয় তাহার অধিকারী সরকারী মালগুজারীহইতে মুক্ত হই বে না | ১৭ আইন। ং ধী ॥ ১৮০৬ সালের ৮ আইনের ৪ ধারাঅবধি ১১ ধারাপর্যন্ত এবণ ১৮০৬ সালের ১০ আইনের ১ ধারাঅবধি ১ ধারাপর্যন্ত রদ হইল । ৩ ধা। ১ প্র । যখন আদালতসমকীয় কোন ইউরোপীয় আমলার বিরুদ্ধে ছল বা দুষ বা রেস্বতাদি বা বিশ্বাসঘাতকতা ল্য অন্য কোন ভারি অপরাধবিষয়ে কোন নালিশ হয় অর্থল। যখন কোন মোকদ্দমা করিবার সময়ে সদর দেওয়ানী আদালতের সাহেবেরদের সমুথে এমত কোন বিষয় দৃষ্ট হয় যে তাহাতে আদালতসম্লকীয় সাহেবের উপর অপরাধ পড়িতে পারে অথবা এই বিষয়ে যখন কোন অধীন আ! দালতহইতে সদর দেওয়ানী আদালতে রিপোট দেওয়া যায় তখন সে নালিশ বা দরখাস্ত নীচে লিখিত বিধিক্রমে সদর দেওয়ানী আদালতের সাহেবেরদের তাৰে গণ্য হইবে । ং প্রী যখন কোন ইউরোপীয় রেবিনিউর অমিলার বিরুদ্ধে এমত নীলশ বা দরখাস্ত হয় তখন অপরাধকালে যে বেড়ি রেবিনিউ অথবা যে ৰোড কমিসনর সাহেবেরদের এলাকায় তিনি ছিলেন তাহারদের হুকুমানুসারে তদ্বিষয়ের তদারক করা যাইবে । ৩ প্র ৷ তেজারৎ বা নিমক বা আফীম সম্নকীয় বা সামান্যতঃ বোর্ডত্রেডের সম্ন কীয় কোন ইউরোপীয় আমালার নামে এমত নালিশ বা দরখাস্তু হইলে সেই নালিশের তদারক ঐ বোর্ডের সাহেবের করিবেন । ৪ ধী | ১ প্র ॥ উপরে লিখিত সরকারের কার্য্যকারক লোকেরদের নামে উ পরে লিখিত কোনপ্রকার নালিশ বা দরখাস্ত গ্রাহ্য হইতে পারে না যদ্যপি ফরি য়াদী শপথ বা সুকৃতিপর্ব্বক এমত না কহে যে সে নালিশের মূল কারণ সে স্বয়^ ক্সষ্টরুপে জ্ঞাত আছে। [106]