পাতা:আইন ১৮২৮.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসিফের ক্ষমতা। ২৩ আইন। ১৬ খ্য। মুনশিফেরদের কাছারীতে যে সকল মোকদম উপস্থিত হইবে তাহ। তে প্রথম উপস্থিত করার রসুমের পরিবত্তে ইষ্টাল্পের মূল্য লওয়া যাইবে। দরখাস্ত ও নালিশের উপরে যে হারঅনুসারে ইষ্টামের মাসূল লওয়া যাইবে তাহ। ১৬ ষোল টাকার মধ্যে মোকদ্দমার কাগজ। . . ১ ৩২ টাকার মধ্যে হইলে । • • • • • • • • • • • • • • R. ৬৪ টাকার মধ্যে হইলে। . . . . . . . . . . . . . . 8 ১৭ ধা ॥ নালিশী আরজীতে যাহাং থাকিবেক তাহার কথা । ১৮ধ। মুনসিফ মোকদমার বেওরাছাড়া কথা আরজীতে লিখিতে দিয়ে না। সে অরিজী স্বাক্ষরীকৃত হইবে এব^ তাহার নম্বর ও তারিখ বহাঁর মধ্যে টকিয়া রাখা যাইবে সে ৰহী (নম্বর ৪ এপেণ্ডিফ্ল) পাঠানুসারে রাখা যাইবে সে বহী জজসাহেৰ সময়েং তহকীক করিবেন । ১৯ বর্ণ ॥ ১ পু ! মুসলিফ আসামীর উপর এভেলানাম পাঠাইৰে। লে এত্তেলা নামার মজমুন। ং প্র ॥ ঐ এক্সেলানাম ফরিয়াদী অর্থব তাহার উকীলকে দেওয়া যাইবে । ৩ প্র ৷ আসামী ঐ এত্তেলানাম পাইলে তাহার পৃষ্ঠে রসদ লিথিয় দির্ঘে ও তাহা সাক্ষির দ্বারা প্রমাণীকৃত করবে। ২০ ধl l তাতি অথবা কোম্রানির তেজারতের কর্মকারী অন্যং ব্যক্তিরদের প্রতি সে এত্তেলামামা যে প্রকারে জারী হইবে তাহা । ২১ ধ1 || ১ প্ল ॥ আসামী যদি হাজির না হয় অথবা হাজির হইয়া জওয়ার মা দেয় তবে মুসলিফ একতরফারুপে সে মোকদমার নিম্পত্তি ও ডিস্ল করবেন। ং প্র। কিন্তু ইহা হইলে মুনসিফ জিজ্ঞাসাদ্বারা নিশ্চয় করিবে যে সে এত্তেলা মামা জারী হইয়াছে কি না। ২ং ধী ॥১ প্র ৷ যদি আসামী পলায়ন করে অথবা লুৱায়িত থাকে অথবা স্বাক্ষ রীকৃত রসাদ দিতে অস্বীকার করে তবে যাহা কর্ত্তব্য তাহা । ং প্র॥ এইরূপ হইলে এমন্ত ইশতিহার দেওয়া যাইবে যে আসামী পোনের দিনের মধ্যে হাজির হইৰে ৷ [117] >Wr。8 মোকদ্দমার উপস্থিত ইষ্টামের রসুম। নালিশ । এত্ত্বেলী । আসামীর বিরুদ্ধে হ কুম l