মুসিফের ক্ষমতা। ২৩ আইন। ১৬ খ্য। মুনশিফেরদের কাছারীতে যে সকল মোকদম উপস্থিত হইবে তাহ। তে প্রথম উপস্থিত করার রসুমের পরিবত্তে ইষ্টাল্পের মূল্য লওয়া যাইবে। দরখাস্ত ও নালিশের উপরে যে হারঅনুসারে ইষ্টামের মাসূল লওয়া যাইবে তাহ। ১৬ ষোল টাকার মধ্যে মোকদ্দমার কাগজ। . . ১ ৩২ টাকার মধ্যে হইলে । • • • • • • • • • • • • • • R. ৬৪ টাকার মধ্যে হইলে। . . . . . . . . . . . . . . 8 ১৭ ধা ॥ নালিশী আরজীতে যাহাং থাকিবেক তাহার কথা । ১৮ধ। মুনসিফ মোকদমার বেওরাছাড়া কথা আরজীতে লিখিতে দিয়ে না। সে অরিজী স্বাক্ষরীকৃত হইবে এব^ তাহার নম্বর ও তারিখ বহাঁর মধ্যে টকিয়া রাখা যাইবে সে ৰহী (নম্বর ৪ এপেণ্ডিফ্ল) পাঠানুসারে রাখা যাইবে সে বহী জজসাহেৰ সময়েং তহকীক করিবেন । ১৯ বর্ণ ॥ ১ পু ! মুসলিফ আসামীর উপর এভেলানাম পাঠাইৰে। লে এত্তেলা নামার মজমুন। ং প্র ॥ ঐ এক্সেলানাম ফরিয়াদী অর্থব তাহার উকীলকে দেওয়া যাইবে । ৩ প্র ৷ আসামী ঐ এত্তেলানাম পাইলে তাহার পৃষ্ঠে রসদ লিথিয় দির্ঘে ও তাহা সাক্ষির দ্বারা প্রমাণীকৃত করবে। ২০ ধl l তাতি অথবা কোম্রানির তেজারতের কর্মকারী অন্যং ব্যক্তিরদের প্রতি সে এত্তেলামামা যে প্রকারে জারী হইবে তাহা । ২১ ধ1 || ১ প্ল ॥ আসামী যদি হাজির না হয় অথবা হাজির হইয়া জওয়ার মা দেয় তবে মুসলিফ একতরফারুপে সে মোকদমার নিম্পত্তি ও ডিস্ল করবেন। ং প্র। কিন্তু ইহা হইলে মুনসিফ জিজ্ঞাসাদ্বারা নিশ্চয় করিবে যে সে এত্তেলা মামা জারী হইয়াছে কি না। ২ং ধী ॥১ প্র ৷ যদি আসামী পলায়ন করে অথবা লুৱায়িত থাকে অথবা স্বাক্ষ রীকৃত রসাদ দিতে অস্বীকার করে তবে যাহা কর্ত্তব্য তাহা । ং প্র॥ এইরূপ হইলে এমন্ত ইশতিহার দেওয়া যাইবে যে আসামী পোনের দিনের মধ্যে হাজির হইৰে ৷ [117] >Wr。8 মোকদ্দমার উপস্থিত ইষ্টামের রসুম। নালিশ । এত্ত্বেলী । আসামীর বিরুদ্ধে হ কুম l
পাতা:আইন ১৮২৮.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।