পাতা:আইন ১৮২৮.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুনসিফের ক্ষমতা। ২৩ আইন। চার করা যাইবে অথবা পুনর্ব্বার বিবেচনার নিমিত্তে মুনসিফের নিকট সোপদ হইবে। {b g1 || মুনসিফের সেই মোকদম যেরূপে নিম্পত্তি করিবে তাহ। ২১ধ ॥১ প্র। যে সাক্ষর ফরিয়াদী অথবা আসামীর তলবে হাজির না হয় তাহারদিগকে (মান্য স্ত্রীব্যতিরেকে) মুনসিফ সমন করিতে পারে। ং প্র সমনের মজমুন । ৩ প্র ॥ সে সমন ইষ্টামু কাগজে" লিখিবার প্রয়োজন নাই। এৰণ তাহাতে রসুম নাই। ৪ প্র ৷ ফরিয়াদী অথবা তাহার উকীলদ্বারা ঐ সমন জারী হইবে (বিশেষ নিয়ম)। ৩০ ধা ৷ কোম্নানির তাতি অর্থব কোম্নানির তেজারৎ কর্ম্মসন্নকীয় যে লোক থাকে তাহার উপর সাক্ষির সমন যেরূপে জারী হইবে তাহা । ৩১ ধন ॥ ১ প্র॥ যে সাক্ষির সমন দেথিয় গরহাজির হয় তাহারদের সমুক্তি ক্রোক হইবে এবং মুনসিফ তদ্বিষয়ে জজসাহেবের নিকট রিপোট দিনে। সে স৷ ক্ষিরদিগকে জোর করিয়া হাজির করিতে জজসাহেবের যাহ। কর্ত্তব্য তাহা । ং প্র ॥ যদি জজসাহেবের হুকুমে সাক্ষী হাজির না হয় তবে জজসাহেব জরি মানা করিতে পারিবেন । তাহা যেরূপে লওয়া যাইবে । ৩ প্র৷ সাক্ষী সাক্ষ্য দিতে অস্বীকার করিলে মুনসিফ তাহার জরিমানা করিতে পারে কিন্তু জজসাহেবের মঞ্জুর বা নামঞ্জুর করণাথে তাহার রিপোট দিবে। ৩২ ধী | ১ পু ৷ যে সাক্ষির অন্য আদালতের এলাকায় বাস করে তাহারদের নামে সমন জারী যেরূপে হইবে । ং প্র ৷ যেং স্থলে জজসাহেবের নিকট প্রেরণ করিবার নিমিত্তে সাফিরদের লি থিত জিজ্ঞাগাদ্ধারা জোবানবন্দী লইতে হইবে তাহ। 119] ఏby:8 সাফিরদের সমন করা । বিস্তারিত ১৮২৬ ॥৩

  • 双1M 2 *「 I ○34cm

সাক্ষিরদিগকে হাদি র করাওণের বিষয়ে হ কুম | সাফিরদের সাক্ষ্য ল ওনবিষয়ে বিধি ।