আদালতসমীয় সুপ্লিস্টেণ্ডেণ্ট ও আরক। ৮ আইন। ৫ধ ॥ ১৮১৪ সালের ২ আইনের ৩ ধারার ২ ৩ প্রকরণের লিখিতমতে কার্য্য করণ পূর্ব্বে নানা বোর্ডের সাহেব লোকের অথবা সরকারের অন্যং প্রধান কর্ম্মক দ্বারা ঐ আদালতসম্নকীয় বিষয়ের সুপ্রিন্টেণ্ডেণ্ট ওস্মারকের স্থানে পরামর্শ ও সহকা রিতা যাত্না করিতে পারেন। ৬ ধ ॥ ১৮১৪ সালের ২৭ আইনের ৩৭ ধারার ৩ প্রকরণ আদালতসম্বকীয় সুপ্রি ণ্টেণ্ডেণ্টসাহেবের বিষয়ে থাটিৰে । ৭ থ" | ১ প্র ॥ ১৮১৪ সালের ২৭ আইনের ৩৭ ধারার ২ প্রকরণ নীচে লিথিত মতে শুধরা গেল ।
ং প্রা আদালতে সরকারী উকীলের পদ শূন্য হইলে ঐ আদালতের সাহেবেরা তৎস্থানে অন্য ব্যক্তিকে নিযুক্ত করবেন না কিন্তু কেবল সে বিষয়ের রিপোট আ দ- তসল্পৰ্কীয় সরকারী সেক্টারির নিকটে দিবেন। ং প্র সে আদালতের উকীলেরদের মধ্যে কোন ব্যক্তি সরকারী উকীলের পদে নিযুক্ত হইবার অতিযোগ্য ইহা নিশ্চয় করিয়া সরকার যেমন উচিত জানেন তদনু সারে হুকুম দিবেন। ৮ ধর । ১৮১৪ সালের ২ আইনের ৩ ধারার ৪ প্রকরণক্রমে যে মেীকদম উপ স্থিত হইবে সে মোকদম যে তারিখ অবধি ফিরিস্তিতে লেখা যাইবে এব^ যেক্রমে আদালতে শুন যাইবে তাঁহা । ১৫ আইন । ২ ধ; চলিত আইন নীচে লিখিতমতে স্তধর গেল । ৩ থা। ১ প্র সৈন্যসমকায় হুদাদার ও সিপাহী লোকেরা কোন ব্যক্তিকে আ পলারদের নিমিত্তে মোকদম উপস্থিত ও সওয়াল জওয়াব করিতে নিযুক্ত করিতে পারে । মোক্তারনামার পাঠ (এপেণ্ডিঞ্জ নপ২ »). 文艺断 মোক্তারনাম ইষ্টায় কাগজের উপর লিখিবার প্রয়োজন নাই । ৩ প্র পল্টনের সরদার সাহেবলোকেরা নীচে লিখিত পাঠক্রমে চিীি লিধি [163] U 2 >b>も সরকারী উকীল ৷