জিলা ও শহরের আদালতে মোকদমীর বিচায়। ৪ জাইন । ষেক। সে অপরাধী নিয়মিত কালের মধ্যে হাজির না হইলে অথবা হাজির হইলে তাহার অপরাধ প্রমাণীকৃত হইলে যে ভূমির উপর বাধা করা গেল সে জমাদারী অর্থ ৰ ভূমি সরকারে জব্দ” করিবেন। কিন্তু যদি সেই অপরাধির ভূমির সরষদের অন্তর সে বাধা করা গিয়া থাকে তবে সেই আদালতের এলাকার মধ্যে অপরাধির অন্য যে ভূমি থাকে তাহাই জব্দ করিলেন। তাহাতে ১৭১৩ সালের ৫ আইনের ১২ ধারানু সারে নিয়মিত মিয়াদের মধ্যে যদি সেই অপরাধী আপীল না করে তবে জর্জসাহেব সে মোকদমার ডিক্রী ও রোয়দাদের নকল প্রশ্রীযুত গবর্নর জেনরল বাহাদুরের হজুরে দাখিল করিবেন। সেই মোকদম মফঃসল আপল আদালতে আপীল হই । য়া সেখানেও তাহার পর্ব ডিক্রী সাব্যস্থ থাকিলে ও ১৭১৩ সালের ৬ আইনের ১০ ধারানুসারে সদর দেওয়ানৗআদালতে পুনর্ব্বার অপৗল ন হইলে ঐ মফঃসল আপীল আদালত তাহার ডিক্র ও রোয়দাদের নকল খ্রীযুত গবর্নর জেনরল বাহাদুরের হজু রে পাঠাইনেন। মফঃসল আপীল আদালতের ডিগ্রী সদর দেওয়ানী আদালতে আ পৗল হইলে এব^ সে ডিগ্রী সেখানে সার্যস্থ থাকিলে সদরদেওয়ানী আদালতের সাহেবের সেই ডিক্র ও রোয়দাদের নকল প্রযুত গবর্নর জেনরল বাহাদুরের হজু রে পাঠাইবেন। কিন্তু জব্দকর ভূমির রাজস্ব বৎসর হাজার টাকার অধিকনা হইলে এই ধরানুসারে মফঃসল আপীল আদালতহইতে সদর দেওয়ানী আদালতে তাহার আপীল হইতে পারে না। সদর দেওয়ানী আদালতের সাহেবের মফঃসল আপীল আদালতের সাহেবদিগকে তাহার ভূমির উৎপনের বিষয় তজবজ করিতে আজ্ঞা দিতে পারেন এব^ ন্যায় বা অন্যায় বুঝিয়া আপীল গ্রাহ্য বা অগ্রাহ্য করিতে পারেন। অপরাধির ভূমিজদের ডিক্রী হইলে খ্রীযুত এই ক্ষমতা রাখেন যে চারি হস্তার মধ্যে* তাহা সাব্যস্থ করেন অথবা তাহার পরিবর্ত্তে জরিমানা করেন। যদি জমৗজদের পরিবর্ত্তে জরিমান হজুরহইতে হুকুম হয় তবে যে আদালতে প্রথম ডিক্রী হয় সেই আদালতে ডিক্রীজার করিবার যেরূপ উদ্যোগ হয় সেইরূপ ঐ জরিমানার টাকাউযু লের কারণও উদ্যোগ হইবে। খ্রীযুত জমজদের বিষয়ে ডিক্রী বহাল রাখিলে সে আদালতের সাহেব কালেক্টর সাহেবকে এই আজ্ঞা দিবেন যে তিনি সে ভূমির বা হল্য বুঝিয়া অপরাধির সে ভূমির নিকটস্থ তহলীলদারদ্বারা অথবা অন্য কোন প্র কারে ভূমি ক্রোক করিবেন। ২৩ ধ। সেই ভূমিজদের বিষয়ে ডিক্রী সাব্যস্থ হইলে সেই অপরাধির উত্তরাধি কারী সরকারে যে টাকা ঐ ভূমির উপর বাকী থাকে তাহাদিতে এব^সে ভূমির মো কররী জমার সরবরাহ করিতে অঙ্গীকার করিলে খ্রীযুত গবর্নর জেনারল বাহাদুর হ জুরকৌন্সেলে তাহাকে সে ভূমি দিতে পারেন। অথৰা যদি অপরাধি ব্যক্তি মফঃসলী ভালকদার হয় তোহাজোৰামুল ভূমির উপর জমাদারের যে রাজস্ব তাহ [9] - పిగిని יב זו בכרב והאd] অ৷॥৩ধার। দেখ৷} [প্তধর ॥ ১৭৯৯ এ ৯ অী ॥ ৩ ধা}
পাতা:আইন ১৮২৮.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।