পাতা:আইন ১৮২৮.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৯৩ ["১৭৯৫ ॥ ৩৭ অী ॥ ৩ধার দেখ } জিলা ও শহরের জজ সাহেল তাহা কোট অ’ পীলে প্রেরণ করবেন। মূতন আইনের প্রস্তাবকরণ। ১৮ আইন। ১৫ ধা। মফঃসল আপীল আদালতের সাহেবেরা যে প্রথমোপস্থিত হওয়া মে) কদম অথবা যে আপীলী মোকদ্দমার নিষ্কপত্তি করেন তাহার মাসিক ফিরিস্তি" রাখি বেন এবং আগামি মাসের ১৫ তারিখের মধ্যে তাহা সদর দেওয়ানী আদালতে পাঠাইবেন। সে ফিরিস্তিার পাঠ । ১৬ ধ। মফঃসল আপীল আদালতে নিগত্তি নাহওয়া মোকদ্দমার রিপোর্ট ছয়ং মাসআন্তর সদর দেওয়ানী আদালতে পাঠাইলেন। রিপোটের পাঠ । ১৭ ধ। এই আইনের ১৩ ও ১৪ ধারানুসারে সদর দেওয়ানী আদালতের সাহে বের আপনারদের কর্মের রোজনাম রাথিবেন এণশ পুশ্বমোপস্থিত মোকদম অথবা আপলের মোকদমার আলাহিদা ফিরিস্তি রাথিবেন । ১৮ ধ। সদর দেওয়ানী আদালতের সাহেবের আপনারদের নিম্পত্তিকর। মো কদমার ফিরিস্তি ছয়ং মাসঅন্তর কোট অফি ডাইরেক্টসের নিকটে পাঠাইবার নিমিত্তে ঐযুত গবন্ধুর জেনরল ৰাহাদুরের হজুর কৌন্সেলে পাঠাইবেন । ফিরিস্থির পাঠ । ২০ আইন। ং ধ। দেওয়ানী ও ফৌজদারী আদালতের সাহেবের আপনারদের জ্ঞাত ৰি ষয়ে নতুন আইনের প্রসঙ্গ করিতে পারেন। 3 ধা। জিলাও শহরের জজসাহেব নুতন আইনের প্রসঙ্গ করিতে চাহিলে ১৭১৩ সালের ৪১ আইনের অনুসারে তাহার মুশবিদ। পুস্তুত করিয়া তাহা মফসল অ৷ পল আদালত অথবা দায়েরসায়েরী আদালতের জজসাহেবেরদের নিকট পাঠাই বেন । ৪ ধা। ঐ মুশবিদ জিলা ও শহরের আদালতের রেজিষ্টর অথবা আসিষ্টাণ্টস হেৰ আপনং সহি ও আদালতের মোহরে জারী করিয়াওসে আদালতের জজ ও ম৷ জিঞ্জিটের নিকট ডাহা পাঠাইবার বিষয়ে যে হুকুম সে হুকুমসমেত মফঃসল আপৗ ল আদালত ও দায়েরসায়ের আদালতের রেজিস্টরের নিকট পাঠাইবেন। ৫ ধ। সেই আইনের মুশবিদ নিয়মানুসারে প্রস্তুত করিয়া পাঠাইলে মফঃ সল আপীল আদালত অথবা দায়েরসায়ের আদালতের সাহেবের তাহ বিবেচন। যদি নিয়মানুসারে মুশবিদ লেখা না গিয়া থাকে তবে মফসল আপী