^ఫెసి ডিট্রন জারী স্থতিকর পার্থে জামিন । আইনের অর্থকরার বিবাহ । , ৪ আইন । ক্রম অপর্ণ না থাকে তাহ কোন যোগে করিবেন না কিন্তু জজ ও মাজিস্ক্রিট সাহেৰ কর্তৃক তাহাদিগকে যে হুকুম দেওয়া যাইবে সেই হুকুমমাফিক তাহার কার্য করিবেন। ৮ আইন। ১৮১৪ সালের ২৭ আইনের ২ দ্বিতীয় ধারাদ্বারা রুদী ! ১০ আইন । ২ ধা। যদি মফঃসল আপীল আদালত ও দায়ের সায়ের আদালতের সাহেবের দের হুকুমে জিলা ও শহরের আদালতের সাহেবের আইনের বিচলিত কিছু ৰু কেন তবে যেপর্য্যন্ত পুনর্ব্বার হুকুম না পহুছে সেপর্যন্ত প্রথম হকুমের জারী মৌ কুফ করিতে পারেন। কিন্তু দ্বিতীয় হুকুম যদি সমুদয় অথবা কোন ভাগে প্রথম হুকু মের সঙ্গে মিলে তবে তাহা পছছিলে জারী হইবেক । কিন্তু জিলা ও শহরের জজ সাহেবের সেই হুকুম তাহার সকল কাগজপত্রসমেত সদর দেওয়ানী কিম্ব নিজামথ আদালতের সাহেবদিগের নিকটে দরখাস্ত করিতে পারেন এব^ যদি সে এমত ৰি ষয় না হয় যে তাহাতে আইনমতে মফঃসল আপীল আদালতের সাম্বেদিগের চূড়ান্ত বিচার করিতে শক্তি আছে তবে তাহ সদর দেওয়ানী আদালতে পাঠান যাইবে । এইরূপ কোন বিষয় সদর দেওয়ানী আদালতের সাহেরদিগের নিকটে প্রেরণের হেতু এই যে আইনের অর্থকরণেতে যদি জিলাপ্রভৃতির জজসাহেবদিগের ও মফসল আপীল আদালতের সাহেবদিগের ঐক্য না হয় তবে সদর দেওয়ানী আদালতের সাহেবেরদের দ্বারা তাহার নিষপত্তি করা যাইলে। ৩ধ ॥ এতদ্বিষয়ে সদর দেওয়ানী অথবা নিজামৎ আদালতের ডিক্রই চূড়ান্ত । ৪ধ ॥ যদি কোন আইনের অর্থবিষয়ে সদর দেওয়ানী আদালতের সাহেবদিগের সন্দেহ জন্মে তবে শুযুতের হজুরে সম্বাদ দিবেন। এবং সদর দেওয়ানী আদালতে নিম্পত্তি করিবার কারণ যে ৰিষয় প্রেরিত হয় তদ্বিষয়ে যদি আইনে কোন ব্যবস্থা নাথাকে তবে ১৭১৩ সালের ২০ আইনের পরাক্রমে তাহার নূতন আইনের মুসাবিদ স্ট্রযতের হজুরে পাঠাইবেন। ১৩ আইন। ং ধী ৷ জিলা অথবা শহর অথবা মফঃসল আপীল আদালতের সাহেবেরদের যে [52]
পাতা:আইন ১৮২৮.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।