পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ

 তাদের সাঁতার-কাটা জলে
 সবুজ ছায়ার তলে
 চিকন সাপের মতো পাশে পাশে মিলি
 খেলাত আলোর কিলিবিলি।
 বেলা হোলে
 হল্‌দে গামছা-কাঁধে হাত দোলাইয়া যেত চলে
 কোনখানে কে যে।
 ইস্কুলে উঠিত ঘণ্টা বেজে।
 সে ঘণ্টার ধ্বনি
 নিরর্থ আহ্বান-ঘাতে কাঁপাইত আমার ধমনী।
 রৌদ্র-ক্লান্ত ছুটির প্রহরে
 আলস্যে শিথিল শান্তি ঘরে ঘরে;
 দক্ষিণে গঙ্গার ঘাট থেকে
 গম্ভীর মন্দ্রিত হাঁক হেঁকে
 বাষ্পশ্বাসী সমুদ্র-খেয়ার ডিঙা
 বাজাইত শিঙা,
 রৌদ্রের প্রান্তর বহি
 ছুটে যেত দিগন্তে শব্দের অশ্বারোহী।
 বাতায়ন কোণে
 নির্বাসনে
 যবে দিন যেত বয়ে
 না-চেনা ভুবন হতে ভাষাহীন নানাধ্বনি লয়ে

১০