পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ


 ক্যাবিনেটে কী যে আছে কত,
 না জানারি মতো।
 পর্দায় পড়েছে ঢাকা সাসির দুখানা কাঁচ ভাঙা;
 আজ চেয়ে অকস্মাৎ দেখা গেল পর্দাখানা রাঙা
 চোখে পড়ে পড়েও না;
 জাজিমেতে আঁকে আলপনা
 সাতটা বেলার আলো, সকালে রোদ্দুরে।
 সবুজ একটি সাড়ি ডুরে
 ঢেকে আছে ডেস্কোখানা; কবে তারে নিয়েছিমু বেছে,
 রং চোখে উঠেছিল নেচে,
 আজ যেন সে রঙের আগুনেতে পড়ে গেছে ছাই,
 আছে তবু ষোলো আন নাই।


 থাকে থাকে দেরাজের
এলোমেলো ভরা আছে ঢের
 কাগজ পত্তর নানামতো,
 ফেলে দিতে ভুলে যাই কত,
 জানিনে কী জানি কোন্ আছে দরকার।
 টেবিলে হেলানো ক্যালেণ্ডার,
 হঠাৎ ঠাহর হোলো আটই তারিখ। ল্যাভেণ্ডার
 শিশিভরআ রোদ্দুরের রঙে। দিনরাত
 টিকটিক করে ঘড়ি, চেয়ে দেখি কখনো দৈবাৎ।


২৬