পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ

 ক্ষণে ক্ষণে অন্যমনা
 তারি পরে চলে আনাগোনা।
আয়নাফ্রেমের তলে ছেলেবেলাকার ফোটোগ্রাফ
 কে রেখেছে, ফিকে হয়ে গেছে তার ছাপ।
 পাশাপাশি ছায়া আর ছবি।
 মনে ভাবি আমি সেই রবি,
স্পষ্ট আর অস্পষ্টের উপাদানে ঠাসা
 ঘরের মতন; ঝাপসা পুরানো ছেঁড়া ভাষা
আসবাবগুলো যেন আছে অন্যমনে।
 সামনে রয়েছে কিছু, কিছু লুকিয়েছে কোণে কোণে।
 যাহা ফেলিবার
 ফেলে দিতে মনে নেই। ক্ষয় হয়ে আসে অর্থ তার
 যাহা আছে জ’মে।
 ক্রমে ক্রমে
 অতীতের দিনগুলি
মুছে ফেলে অস্তিত্বের অধিকার।  ছায়া তারা
 নূতনের মাঝে পথহারা;
যে অক্ষরে লিপি তারা লিখিয়া পাঠায় বর্তমানে।
 সে কেহ পড়িতে নাহি জানে॥


১১।৯।৩৮





২৮