এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আকাশ-প্রদীপ
বেজি
অনেক দিনের এই ডেস্কো-—
আনমনা কলমের কালিপড়া ফ্রেস্কো
দিয়েছে বিস্তর দাগ ভূতুড়ে রেখার।
যমজ সোদর ওরা যে সব লেখার
ছাপার লাইনে পেল ভদ্রবেশে ঠাঁই,
তাদের স্মরণে এরা নাই।
অক্সফোর্ড ডিক্সনারি, পদকল্পতরু
ইংরেজ মেয়ের লেখা সাহারার মরু—
ভ্রমণের বই, ছবি আঁকা,
এগুলোর এক পাশে চা রয়েছে ঢাকা
পেয়ালায়, মডার্ন্ রিভিয়ুতে চাপা।
পড়ে আছে সদাছাপা
প্রুফগুলো কুঁড়েমির উপেক্ষায়।
বেলা যায়,
ঘড়িতে বেক্সেছে সাড়ে পাঁচ,
বৈকালী ছায়ার নাচ
মেঝেতে হয়েছে শুরু, বাতাসে পর্দায় লেগে দোলা।
খাতাখানি আছে খোলা।—
৩৮