এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ
তারি সঙ্গে নানা রঙের সাজে
ইলেক্ট্রিকের আলো-জ্বালা কক্ষমাঝে
একটু জানা অনেকখানি না-জানাতেই মেশা
চক্ষু কানের স্বাদের ঘ্রাণের সম্মিলিত নেশা
কিছুক্ষণের তরে
মোহাবেশে ঘনিয়ে সবায় ধরে।
চেনা শোনা হাসি আলাপ মদের ফেনার মতো
বুদ্বুদিয়া ওঠে আবার গভীরে হয় গত।
বাইরে রাত্রি তারায় তারাময়,
ফেনিল সুনীল তেপান্তরে মরণঘেরা ভয়।
হঠাৎ কেন খেয়াল গেল মিছে
জাহাজখানা ঘুরে আসি উপর থেকে নিচে।
খানিক যেতেই পথ হারালুম, গলির আঁকে বাঁকে
কোথায় ওরা কোন্ অফিসার থাকে।
কোথাও দেখি সেলুনঘরে ঢুকে
ক্ষুর বোলাচ্ছে নাপিত সে কার ফেনায় মগ্ন মুখে।
হোথায় রান্নাঘর,
রাঁধুনেরা সার বেঁধেছে পৃথুল কলেবর।
গা ঘেঁষে কে গেল চলে ড্রেসিং গাউন পরা,
স্নানের ঘরে জায়গা পাবার ত্বরা।
৬
৪১