পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ-প্রদীপ বলে গেল “ক্ষমা করাে, অবুঝের মত মিছেমিছি বকেছি কত।” ঢেলা আমি মেরেছিনু চৈত্রে ফোটা কাঞ্চনের ডালে, তারি প্রতিবাদে ফুল ঝরিল এ স্পর্ধিত কপালে। নিয়ে এই বিবাদের দান এ বসন্তে চৈত্র মাের হােলাে অবসান।


ময়ূরের দৃষ্টি দক্ষিণায়নের সূর্যোদয় আড়াল করে সকালে বসি চাতালে। অবকাশ ; তখনাে নিরেট হয়ে ওঠেনি কাজের দাবি, ঝুকে পড়েনি লােকের ভিড় পায়ে পায়ে সময় দলিত করে দিয়ে। লিখতে বসি, কাটা খেজুরের গুড়ির মতাে ছুটির সকাল কলমের ডগায় চুইয়ে দেয় কিছু রস।