পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ्थं चमू C এতদিন (১৯২২ পর্যন্ত) আচার্য্য প্রফুল্লচন্দ্র অধ্যাপকরূপেই জনসমাজে অধিক পরিচিত ছিলেন। রসায়নশাস্ত্র চর্চার অধ্যাপনে ও বেঙ্গল কেমিক্যাল পরিদর্শনে তঁর সময় অতিবাহিত হত। সামাজিক সমস্যা তার দৃষ্টি আকর্ষণ করলেও, রাজনীতি ভঁর প্রিয় ছিল না। তিনি রাজনীতির কোলাহল থেকে তঁর বিজ্ঞান-মন্দিরের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে বেশী ভালবাসতেন। কিন্তু খুলনার দুর্ভিক্ষের পর থেকেই তিনি রসায়নশাস্ত্রের সঙ্গে রাজনীতিকে গ্রহণ করতে বাধ্য হলেন। এখন থেকে তঁর জীবনে এক নতুন थुन्न छाप्रस्छु झ्छ । খুলনা দুর্ভিক্ষ যখন খুলনা জেলাময় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, সরকারের তরফ থেকে বৰ্দ্ধমানের মহারাজ বল্লেন যে তিনি নিজে খুলনা পরিদর্শন করে এসেছেন, সেখানে দুর্ভিক্ষ হয়নি। কিন্তু যারা প্রত্যক্ষদশী তারা জানতে পারল যে খুলনায় $\ଆ