পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র তিনি যখন বাংলাদেশে ফিরে এলেন, তখন সরকার থেকে তঁর গুণের আদর করবার আয়োজন হল । তঁর নানা গুণের জন্য সরকার সেই সময় তঁকে সি, আই, ই উপাধিতে ভূষিত করেন। ডাক্তার রায়ের দৃষ্টি কিন্তু কোন উপাধি বিশেষের দিকে আকৃষ্ট ছিল না, তিনি কেবল তঁর কর্ত্তব্য সাধন করে যাচিছলেন-কখনও তার ফলাফলের জন্য পিছন ফিরে তাকান নি । বিলাত থেকে ফেরবার পর প্রেসিডেন্সী কলেজের অধ্যাপক ও ছাত্রেরা মিলে তঁর সস্বৰ্দ্ধনার জন্য এক সভা আহবান করেন। সেই সভাতে অধ্যক্ষ জেমস সাহেব সভাপতির আসন গ্রহণ করেন । তিনি ডাক্তার রায়ের নানা গুণের প্রশংসা করে’ বলেন :- “ডাক্তার রায় বিলাত থেকে ফিরে এসেছেন বলেই যে শুধু এ সভা আহূত হয়েছে তা নয়, এর তলায় আরও গভীর কারণ রয়েছে । প্রথম কারণ যেটা সকলের কাছে বেশ পরিষ্কার রয়েছে সেটা এই যে, তঁর দয়া, তার বদান্যতা এবং ছাত্রসমাজের কাছে তার সহদেয়তার জন্য । আর এক কারণ বৈজ্ঞানিক হিসাবে তিনি যা করেছেন তার জন্য। ডাক্তার রায়ের বিজ্ঞানে গবেষণার পরিচয় দিতে গেলে অনেক সময় লাগবে । কিন্তু চারটি বিষয় আমরা সহজেই Welt