পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র দেখতে পাই। প্রথম-ভঁর নতুন নতুন আবিষ্কার আর গবেষণা যার জন্য তিনি বৈজ্ঞানিক মণ্ডলীতে পূজ্য,--দ্বিতীয় -ৰ্তার অমর গ্রন্থ-“হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস”-ষে বইএর জোড়া এক্ষেত্রে একেবারেই নেই। তঁর আর একটী স্মরণীয় কাজ-বেঙ্গল কেমিক্যাল স্থাপনা-যার উন্নতি নিশ্চিত ও যেটা দেশের পক্ষে বিশেষ দরকারী। আর একটী কাজ তার আছে-যেটীকে আমি সবচেয়ে সেরা মনে করি। ডাক্তার রায় তঁর ল্যাবরেটরীতে একদল কর্ম্মঠ যুবা বৈজ্ঞানিক তৈরী করছেন-যারা তঁর কাজটা চালাবেন। সেই জন্য একজন ফরাসী অধ্যাপক যথার্থই তঁর ল্যাবরেটারীকে একটী “নার্শারী” বলে বর্ণনা করেছেন, যেখান থেকে নব্যভারতের যুবা বৈজ্ঞানিক দল বাহির হচ্ছেন ৷” ܢܟܘܢ ܕ?؟ܐܥܶ2 محمدینه ১৯। সঙ্গল গ্রগু","খৈ !\ Y به سوم ༩ སྐུ་ - পিতৃ-১৬৫১ সাল } } } గ్రా 。 ツ* 4م Srq VM