পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র হিন্দুসমাজ ভঁার আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। তিনি সাহসের সঙ্গে হিন্দুর কুসংস্কারগুলি শিক্ষিতদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, তাই অনেকে ষ্ঠার ওপর খড়গহস্ত হয়েছিলেন, অনেক সংবাদপত্রে তার নামে নিন্দ বেরিয়েছিল। তবু তিনি সেই নিন্দাবাদে কাতর হন নি, কারণ দেশের ও সমাজের মঙ্গলের জন্যই তিনি এ কাজে হাত দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন। বাংলার প্রতিভা আছে, মেধা আছে।--তার অপব্যবহার না হয়ে যদি ঠিক দিকে নিয়োজিত হয় তবে বাঙালী বাংলার মুখ উজ্জ্বল করতে পারে। ভঁার সব বাংলা বইগুলির মধ্যে “অল্পসমস্যা”কে শ্রেষ্ঠ স্থান দিতে পারি। আজ বাংলার জাতীয় জীবনে এমন এক অবস্থা এসেছে যখন বাঙালী এই সনাতন সমস্যার মীমাংসা না করে অন্য কাজে অগ্রসর হতে পারে না । তাই আজি আচার্য্য প্রফুল্লচন্দ্র যে সমস্যা আমাদের কাছে উপস্থিত করেছেন, তার মীমাংসা আমাদের করতে হবে। অন্ন সমস্যার প্রথম অংশ-ডাক্তার রায় হাওড়া প্রদর্শনীতে সভাপতিরূপে বক্তৃতা দেন। অপর অংশগুলি এলবাৰ্ট ইনষ্টিটিউটের অধিবেশনে ধারাবাহিক ভাবে V