পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র সাধারণের বড় প্রীতিকর হবে না । স্যার আশুতোষ প্রতিভাশালী পণ্ডিত, শিক্ষা বিস্তারের জন্য অনেক করেছেন এ সবই স্বীকার করি। কিন্তু আইন কলেজ সম্বন্ধে তঁর সঙ্গে আমার বনল না। আমায় যদি কেউ একদিনের জন্যও কলকাতার সর্বময় কর্ত্ত (Dictator) করে তবে ল-কলেজটীিকে আমি আগে ভূমিসাৎ করি ; অন্ততঃ দশবছরের জন্য আইন পড়া উঠিয়ে দিই। কারণ তা হ’লে উপোসী উকীলদের অন্ন হতে পারে। আর ব্যাধির শেষ কি এইখানে ? এদেশের ছাত্র বি-এল পাশ করে ভাবেন। এম-এল হবেন। যেন বিধাতা তাদের সৃষ্টি করেছেন শরীর ও স্বাস্থ্য নষ্ট করে পরীক্ষা পাশ করতে এবং যমসদনে যেতে। ” আচার্য্য প্রফুল্লচন্দ্র ল-কলেজ সম্বন্ধে যে মন্তব্য প্রকাশ করেন-তা নিয়ে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সকলেই জানেন যে স্যর আশুতোষ মুখোপাধ্যায়। এই ল-কলেজ স্থাপন করেছেন বলে নিজেকে গৌরবান্বিত মনে করতেন। তাই যখন ডাক্তার রায় সাধারণের সামনে বল্পেন যে আইন কলেজের আর দরকার নেই, সেটাকে ভূমিসাৎ করে ফেলা উচিত, তখন স্যর আশুতোষ বিশেষ সন্তুষ্ট হ’তে পারলেন না । এর উত্তরে তিনি বিশ্ববিদ্যালয়ের সভায় Գծ