পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র অপাংক্তোয় হয়ে আছি। যতকাল নিজেদের স্বভাব শোধন না করব, ততকাল এমনি থাকতে হবে । সুতরাং সাধু সাবধান ।” পাতিত্যVO সমস্যা ডাক্তার রায় চান না যে কেবল উচ্চজাতির ২১০ জন বড় হয়, তিনি চান যে দেশের সব লোকই উন্নতির পথে অগ্রসর হয়। তিনি চান যে যাদের আমরা রোজ ঘুণার চক্ষে দেখি, তাদের যেন আমরা ভাই বলে কোলে টেনে নিতে পারি । একথা কেবল তিনি মুখে ও কাগজে প্রচার করেন না, সব সময়ে কাজে দেখাতে চান । যখন প্রতিবৎসর তিনি গ্রীষ্মকালে “দেশে’ যান, তখন তঁর বেশীর ভাগ সময়টা কাটে-মাহিষ্য, পোদ, কৈবর্ত্তদের সঙ্গে। তঁর ভাই এত বাড়াবাড়ি পছন্দ করেন না, তাই সময়ে সময়ে বলেন ওদের দিলে, শেষে খাজনা আদায় করা দায় হবে।” এ কথা কিন্তু তিনি বিশ্বাস করেন না, তিনি ছোট বড় সকল জাতির মধ্যেই মহত্ত্ব দেখতে পান । তাই তিনি বলেন,-“আমি কোন সমাজভুক্ত নই। আমি হিন্দুর ክrሥ¢