পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 সমাজ-সংস্কাৰ সমস্তাঞ্জ


سمسيسي

আজ আমাদের দেশে এক নবযুগের উন্মেষ হইতেছে। সমস্ত জগতে যে সাম্যবাদের বাণী” প্রচারিত হইতেছে তাহা ভারতবর্ষের কর্ণেও আসিয়া পৌঁছিয়াছে। নূতন আকাঙ্ক্ষার আবেগে আমাদের হৃদয় আলোড়িত হইতেছে। কিন্তু যদি কেহ নিরপেক্ষভাবে বিচার করেন তিনি দেখিবেন আমাদের জাতীয় জীবনে কয়েকটি দুর্ব্বলতা রহিয়াছে। যে-সময়ে স্বরাজ ও হোমরুলের ধ্বনিতে দেশের এক প্রাস্ত হইতে অপর প্রাম্ভ পর্য্যন্ত প্রতিধ্বনিত, যে-সময় প্রত্যেক সম্প্রদায় শাসনপ্রণালীর যথোচিত সংস্কারের জন্য আন্দোলনে নিযুক্ত, যে-সময়ে আমরা কল্পনার চক্ষে একতাবদ্ধ ভারতের মূর্ত্তি দেখিতে পাইতেছি—ঠিক সেই সময়ে নিজেদের মধ্যে কয়েকটি শ্রেণীর উচ্চ আর্ত্তনাদ আমাদের কর্ণে পৌছিতেছে। যেখানে শাস্তি ও সহৃদয়তা বিরাজ করিবার কথা সেখানে এ বিরোধের স্বর বাজে কেন ? - i

  • Presidential Address at the Indian National Social

Conference held at Calcutta, December 1918. অধ্যাপক খ্রীযুক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় এম এ কর্তৃক অনূদিত এবং পরিবর্দ্ধিতাকারে প্রকাশিত।