পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ίηαν ο § বিজ্ঞানের সেবায় আত্মনিয়োগ করিলেও প্রফুল্লচন্দ্র উহার চিরপ্রিয় ইতিহাসকে তাহার হৃদয় হইতে একেবারে অপসারিত করিতে পারেন নাই। তাহার অবকাশকাল স্বদেশের ইতিহাসচর্চায় অতিবাহিত ইইত । বি-এস-সি পরীক্ষা দেওয়ার প্রাক্কালে তিনি ‘India beste and after, the Mutiny’ নামক এক প্রবন্ধ রচনা করিয়া উগ পুস্তকাকারে প্রকাশিত করেন। ইহাতে সিপাহীবিদ্রোহের পূর্ব্বে এবং পরে ভারতের অবস্থা সম্বন্ধে আলোচনা করা হইয়াছিল। এই পুস্তক একদিকে যেমন র্তাহার ইংরাজীভাষার অভিজ্ঞতার পরিচায়ক, অন্ত পক্ষে তেমনি তাহাল গভীর স্বদেশানুরাগ, ভারতের ইতিহাসে এবং সাধারণ রাজনীতির্মুলক বিষয়গুলিতে তাহার স্বন্ধ জ্ঞানের পরিচয় প্রদান করে। উক্ত পুস্তক অতি ক্ষুদ্র হইলেও উহা বিলাতের প্রধান প্রধান লোকের এবং সংবাদপত্রের প্রশংসালাভে সমর্থ হইয়াছিল। এই প্রবন্ধে ভারতবর্ষ সম্বন্ধে এত তথ্য সন্নিবেশিত হইয়াছিল যাই অন্যত্র পাওয়া দুর্ঘট । র্তাহার ইতিহাস লিখিবার প্রণালী কি সুন্দর, উহ! পাঠ করিলে জানা যাইবে । প্রেসিমভেলসিন কলেজে অথ্যাপন ও রসনাক্সলচচচ{ ডি-এস-সি ডিগ্রী প্রাপ্তির পর বিলাতের বিজ্ঞানাগারে স্বীয় অরন্ধ গবেষণা পরিসমাপ্ত করিয়া প্রফুল্লচন্দ্র ভারতীয় শিক্ষা-বিভাগে প্রবেশ করিবার জন্য তদানীন্তন ভারত-সচিবের নিকট আৱেদন করেন । কর্ম্মপ্রাপ্তি সম্বন্ধে তাহার বিলাতী বন্ধুগণও বিশেষ চেষ্টা করিয়াছিলেন। কিন্তু কি কারণে বলা যায় না, তাহার ন্যায় উচ্চশিক্ষাপ্রাপ্ত ༦ཐ3་ রসায়নশাস্ত্রে স্থপণ্ডিত ব্যক্তিকে ভারত-সচিব মহোদয় ভারতীয় শিক্ষা