পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ-সংস্কার সমস্যা - ১২৭ 蔓、 امری مستم. যাহারা মনে করেন যে সমাজের ও ব্যবসা বাণিজ্যের উন্নতি ব্যতিরেকেও রাজনৈতিক উন্নতি সাধন সম্ভবপর তাহারা নিতান্তই ভ্রান্তু দেহের সকল অঙ্গ পরিপুষ্ট না হইলে দেহ সম্পূর্ণ স্থস্থ ও সবল হয় না। জাতীয় সমস্যার কেবল একদিক হইতে আলোচনা না করিয়া সকল দিক হইতেই আলোচনা করিতে হইবে !. এই আদর্শ সম্মুখে রাখিয় দেশের কাজ করিলে আমরা অবশুই কৃতার্থ হইব । " + 系 পরিশেষে নিম্নলিখিত কয়েকটি বিষয়ের কেবলমাত্র,উল্লেখ করিয়া এই সব বিষয়ের আলোচনার ভার যোগ্যতর ব্যক্তিদিগের হস্তে অর্পণ করিতেছি— (১) হিন্দু সমাজে বালকবালিকদের বিবাহের বয়স বৃদ্ধি । (২) সহবাস-সম্মতির বয়স ষোড়শ বৎসর ধার্ষ্য করা । (৩) ১৮৭২ সালের ৩ নম্বর আইনের ভূপেন্দ্রনাথ বস্তু মহাশয়ের মতামুযায়ী সংশোধন * - (৪) সমুদ্র যাত্রার বিরুদ্ধে সামাজিক বাধা বিপত্তির দূরীকরণ। একসময়ে ভারতবর্য জ্ঞান-ধর্ম্ম-সভ্যতায় জগতের শীর্ষস্থান অধিকার করিয়াছিল। ভারতবর্ষ হইতে সভ্যতার আলোক দেশ বিদেশে ছড়াইয়। পড়িয়াছিল। মানবেতিহাসের জন্মলগ্নে সমগ্র জগত ভারতের নিকট জ্ঞান বিজ্ঞান শিখিত, সমাজিক রীতিনীতি শিখিত, স্বার্থত্যাগ ও পবিত্রতা শিখিত্ব। কিন্তু পরে কয়েক শতাব্দীব্যাপী সামাজিক অবিচার ও অত্যাচারের ফলে ভারত এক্ষণে অন্যান্য জাতির পদতলে নিক্ষিপ্ত হইয়াছে, তাহার শরীরে বল নাই, মনে ক্ষুর্ত্তি নাই। জাতীয়’

  • এখন পেটেল বিল ।