পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতিগঠনে বাধা—ভিতরের ও বাহিরের ১৭১ আর জাতীয় শিক্ষা সম্পর্কে আর-একটি প্রয়োজনীয় কথা আছে। оа national lines এর মানে কি ? ইংরেজী ভাষা একেবারে বাদ ধুেওয়া চলতে পারে কি ? শিবনাথ শাস্ত্রী প্রণীত “রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ” নামক পুস্তকে র্যার হিন্দু কলেজ প্রতিষ্ঠার ইতিবৃত্ত পাঠ করেছেন তারা জানেন কারও স্বার্থ-সিদ্ধির জন্যে ইংরেজী শিক্ষার প্রচলন এদেশে হয়নি। বরং আমাদেরই একটা গর্ব্বের বিষয় এই ষে রামযোহন রায়, বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রভৃতি তৎকালীন হিন্দু সমাজের নেতৃবৃন্দ ঐ কলেজ স্থাপিত করেছিলেন । ইংরেজী শিক্ষা প্রচলনের যৌক্তিকতা প্রদর্শন ক’রে রামমোহন রায় লর্ড আমহাষ্টকে ঘে পত্র লিখেছিলেন তা শিক্ষিত ব্যক্তি মাত্রেরই পাঠ ক’রে দেখা উচিত । তিনিই প্রথম প্রণিধান করেছিলেন যে পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র প্রভৃতি , স্বাধীনচিস্তা-প্রস্থত জ্ঞানরাশি এবং পাশ্চাত্য সাহিত্য দর্শন আয়ত্ত না করলে, দেশের চিন্তাম্রোতে জোয়ার আসবে না ; শুধু সংস্কৃত ও পারসী ভাষা অধ্যয়ন করলে দেশকে মধ্যযুগের অন্ধকারেই পড়ে থাকতে হবে। তাই তিনি ইংরেজী শিক্ষা প্রচলনের প্রধান উৎসাহী ও উদ্যোগী ছিলেন। তার দূরদর্শিতার ফল আজ ফলেছে। বঙ্কিমচন্দ্র কোন স্থানে যথার্থই বলেছেন যে কিছুকাল আগে জন্মগ্রহণ করলে কলম ধরে “বঙ্গ দেশের কৃষক’ বা অন্ত উংকৃষ্ট সন্দর্ভ বা উপন্যাস না লিখে, তিনি পাজী হাতে করে নবমীতে লাউ Kashyap M. A., B. L., Cal, house, (4) Bharadwaj M. A, Cal. house. Bangaj Kayastha Brides for ( 1 ) Basu M. A., ( ? ) Ghose M.A., (3) Roy, pay Rs. 750. Bangai Baidya bride for (; ) Dhanantari Dy. Magte, (2) Saktri M. Sc. - [ Bengalee vềrs gès ]