পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮০ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAA চাকুরী ক'রে থাবে না ( যেন চাকুরীর জন্যই বিদ্যার প্রয়োজন ) । সেনসাস রিপোর্টে দেখা যায়, দেশের শতকরা ৫ জন লোক বর্ণজ্ঞানবিশিষ্ট (literate) ; মহিলাদের মধ্যে শতকরা আধ জন মাত্র । তাহা হইলে দেখুন, শিক্ষা হিসাবে আমরা কত নীচে। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করিতেছি—দোটান জীবন ভিন্ন উপায়াস্তুর নাই। স্ত্রীশিক্ষার অভাবেই সমাজে আজ এত ব্যাধি, চুনীতি ও কুসংস্কার । পুরুষ ও মহিলাদিগের ভিতর শিক্ষা, দীক্ষা ও চিন্তার বেশী পার্থক্য থাকিলে সমাজ চিরকালই ভগ্নস্বাস্থ্য ও দুর্ব্বল হইয়া থাকবে । জুলিয়ুস সিজারকে হত্যা করিবার জন্য ব্রুটাস, কেসিয়াস প্রভৃতি ষড়যন্ত্র করিতে লাগিলেন । ক্রটাসের তখন চোখে ঘুম নাই আহার বিহারে তৃপ্তি নাই—মন সর্ব্বদাই চঞ্চল ও উদ্বিগ্ন । তাহার স্ত্রী পোরসিয়া কারণ জিজ্ঞাসা করিয়া সস্তোষজনক উত্তর পাইলেন না। ব্রুটাস স্ত্রীর নিকট আত্ম-গোপন করিলেন। তখন পোরসিয়া বলিলেন, “ “Is it expected I should know no secrets That appertain to you ? Am I yourself But, as it were, in sort or limitation, To keep with you at meals, comfort your bed, And talk to you sometimes & Dwell I but in the suburb. Ofyour good pleasure ? If it be no more, Portia is Brutus'harlot not his wife,”—Jalius Caeser আমাদের বাঙ্গালী কবি, তাহার অতুলনীয় তুলিকায় চিত্র একে দেখিয়েছেন শিক্ষিত ও অশিক্ষিতার মধ্যে ভাবের কি গভীর পার্থক্য – বর । ‘বল একবার, “আমিও তোমার, তোমা ছাড়া কারে নাহি চাই!”