পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী অর্থের কিছু গোলমাল হয়ে এখন যা হয়েছে তাতে গুরু নিশ্চয় শুনে আহলাদিত হতেন না। কেতাবী বুদ্ধির সঙ্গে বুদ্ধিহীনতার সাশ্বে dunce কথাটার বর্তমান অর্থ হয়েছে। যারা যত বিশেষজ্ঞ তায় তত সংসার-জ্ঞানানভিজ্ঞ । ডালে তেল দেওয়া দেখে স্ত্রীকে দেবী ভ্রমে স্তুতি করা পণ্ডিতেই সম্ভব । প্রভূত শক্তির অপব্যয় করে এই রকম পাণ্ডিত্য অর্জন করতে আমাদের ১৬১৭ বছর অর্থাৎ ২৪২৫ বৎসর বয়স পর্য্যন্ত কেটে যায়। এর মধ্যে পরীক্ষা ফেল করা আছে। ২৫২৬ বৎসর বয়স পর্য্যন্ত প্রাণপাত পরিশ্রমে কার্যকরী সমস্ত শক্তির ক্ষয় হয়। তাই একটা কথা আছে, a good education is hostile to business instinct. दछ्झौं প্রসিদ্ধ Canadian for Stephen Laycock acascot “Those who seem the laziest and least enamoured of books staff ব্যবসায়ে কৃতকার্য্য । It was notorious that the education imparted was عف sર્good that its boys were constantly getting scholar ships and exhibition, it was equally notorious one never seems to hear of them afterwards. Colors of NîCWB Co’so মিত্র ইন্‌ষ্টিটুসন প্রমুখ বিদ্যালয়—এদের ছেলে আকৃষ্ট করিবার জন্য যেমন বিজ্ঞাপন প্রচারিত হয় কোন বৎসর কতজন বৃত্তি পাইয়াছে ইত্যাদি । আমি কোন বিদ্যালয় বিশেষকে লক্ষ্য করে বলছিন: সর্ব্বত্রই ঐ একই প্রকার। আমিও বাগেরহাট কলেজে সংশ্লিষ্ট আছি । আমাদিগকেণ্ড খদের ডাকিতে এইরূপ ভনিত করিতে হয়। কিন্তু বিদ্যার দৌড় এই সমস্ত কৃতীগণের ঐ পর্য্যন্তই ঐ খানেই দ্বীপ f:áte 1 Senior wrangler sir: ? g: Clerk Maxwell