পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ নৈতিক সমস্তা—বাঙ্গালী কোথায় ? ২৪৩ যাক্, নিরাশার কথা আর বলব না । আজি দিকে দিকে সাড়ার লক্ষণ দেখিতেছি ইহাই আশার কথা । সেদিন পরলোকগত বরেন্দ্র ঘের্ম্ম মহাশয়ের স্মৃতি সভা হল । ইনি যুবকমাত্র ছিলেন কিন্তু বম্বে অঞ্চলে কাপড়ের কল স্থাপন করে ঘশ্বস্ব হয়েছিলেন, অনেক জেনে কারবার স্থাপন করে গেলেন । এইরূপ যুবকগণের ভিতর প্রাণের সঞ্চার হইতেছে—ইহাই ভরসার কথা । আজ ভগবানের নিকট প্রার্থনা করি–বাঙালীর আশা পূর্ণ হউক-নব প্রেরণার উৎস শতধ হইয়। আমাদের জাতীয় জীবনকে কানায় কানায় পূর্ণ করুক। আমরা অস্তরের অস্তঃ নিহিত অজস্র শক্তির খনির যেন সন্ধান পাইয়া স্বাবলম্বী হই—প্রকৃত শিক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া, চলিয়া যেন আবার নিজেদের শ্রেষ্ঠ স্থান অধিকার করিতে সমর্থ হই ।