পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যয়ন ও জ্ঞানলাভ * ミbr> حبیی همعیت حمایتختی یحیتخمیهمه আর তার একটি কৌতুহলপ্রদ বিবরণ লিপিবদ্ধ করেছেন। এ ছাড়া তিনি নিজের চোখে গুটি ও তূত-পোকার জীবনযাত্রা দেখে ঐ-সকল কীট থেকে রেশম উৎপন্ন করা সম্বন্ধে অনেক আবশ্বকীয় নূতন কথা সভ্যজগৎকে জানিয়েছেন। আর একজন অন্ধ, মধুমক্ষিকার ইতিহাস লিখেছেন। তিনি যৌবনে অন্ধ হয়েছিলেন । তাই তারু স্ত্রী ও ভৃত্য মধুমক্ষিকার জীবনযাত্রা পর্য্যবেক্ষণ করে সেই সব কথা তার কাছে বলতেন এবং তিনি বিজ্ঞানসম্মত প্রণালীতে তা লিপিবদ্ধ করতেন। 'এই প্রকারে হিউবার (Huber) তার বিখ্যাত পুস্তক contifa of sog (History of the Bees) লিখেছেন । 喙 ইংরেজ ও আমেরিকানের এক-একটা Hobby অর্থাৎ খেয়াল আছে। কেউ গার্ডেনিং করেন, বাগানে নানারকম ফলফুল উৎপন্ন করেন। এ একটা স্বন্দর খেয়াল। কেউ বা প্রাণীতত্ব অধ্যয়ন করেন, আবার কেউ বা পতঙ্গবিজ্ঞান ( Entomology ) সম্বন্ধে আলোচনা করেন। আমাদের ভূতপূর্ব্ব গবর্ণর লর্ড কারমাইকেল নিজে, পতঙ্গ সম্বন্ধে আলোচনা করিতেন। ইংরেজ কখনো বসে থাকে না । এই রকম একটা খেয়াল থাকে। এইসকল ব্যাপার অধ্যয়ন করে তাদের সকলেই যে কলেজের অধ্যাপক হয় তা নয়, কিন্তু এইসব কথা পুস্তকে প্রকাশ ক’রে র্তারা জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করেন, তাদের বিলক্ষণ অীয়ও হয়। w এদেশে গবর্ণমেণ্ট পুনা কৃষিকলেজে লেফ্রয় ( Lefroy ) নামক একজন মস্ত পতঙ্গবিজ্ঞানবিৎ ( Entomologist ) কে আনিয়াছেন। তিনি কোন কোন পতঙ্গ শস্ত নষ্ট করে সে সম্বন্ধে আলোচনা করছেন। আমরা জানি শুধু পঙ্গপালই ফসল নষ্ট করে দেয় ; কিন্তু ।