পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩০৬ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী জ্ঞানপিপাসুর যে, কতপ্রকার সম্বন্ধ বিষয় ছড়াইয়া রহিয়াছে, তাহা কে নির্ণয় করিবে ? বাঙ্গালার দয়েল, বাঙ্গালার পাপিয়া, বাঙ্গালার ছাতারের জীবনের কথা কে লিখিবে ? এতদিন পরে ১৩২৮ বঙ্গাব্দে এই প্রশ্নের সদুত্তর পাইয়াছি । cপ্রসিডেন্সী কলেজের ভূতপূর্ব্ব ছাত্র শ্রীমান সত্যচরণ লাহার "পার্থীর কথা” আমাকে যেন এক নূতন আশার বাণী শুনাইয়াছে, পুস্তক খানি পাইয়া আমি আছোপান্ত পড়িয়া ফেলিলাম। পড়িতে পড়িতে যুগপৎ আনন্দে বিস্ময়ে এমন - অভিভূত হইলাম যে, কিছুকালের জন্য আমার প্রিয় রসায়ন-শাস্ত্র-চর্চার কথা বিস্মৃত হইতে হইল । আমাদের দেশে র্যাহারা ধনীর সস্তান হইয়া জন্মগ্রহণ করেন, তাহারা তাহাদের “কর্ম্মহীন সুদীর্ঘ অবসরে কি প্রকারে কালাতিপাত করেন, তাহ পাঠকবর্গের অবিদিত নাই । বহিখানি পাঠ করিয়াই বুঝিতে পারিলাম যে, ইহার রচয়িতার দৈনন্দিন জীবনের Atmosphere ( বেষ্টনী ) ও পারিপাশ্বিক অবস্থা বিজ্ঞান সাধনার অমুকুল । ইচ্ছা হইল, একবার স্বচক্ষে তাহা ভাল করিয়া দেখিয়া আসি । যে পক্ষিভবনে (Aviary) তাহার সযত্ন সংগৃহীত বিহঙ্গগুলি উদ্যানমধ্যে পালিত হইতেছে, তাহ দেখিবার জিনিষ ; ষে লতাকুঞ্জের অভ্যস্তরে ময়ুরগুলি বিচরণ করিতেছে, তাহা দশকের চক্ষু এড়াইতে পারে না । পুষ্পভবনে বিচিত্র বিদেশী পরগাছ (Orchid) শোভা পাইতেছে। স্বতন্ত্র বড় বড় পিঞ্জরে ছোট বড় পার্থী সৈবা পাইতেছে। তাহার পাঠাগারের ও বসিবার ঘরের দেওয়ালে তাহারই নির্দেশমত অঙ্কিত বড় বড় চিত্রে পার্থীর জীবনলীলা ফুটাইয়। তোলা হইয়াছে। কাচের আলমারীর মধ্যে বিহঙ্গ-শব Stuffed হইয়। যেন জীবন্ত ভাব ধারণ করিয়া আছে ;-শুনিলাম, তাহার অনেকগুলি শুাংহাই হইতে আনীত । জীবন্ত পার্থী সম্মুখে রাখিয়া তাহার ,