পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালা ভাষায় নূতন গবেষণা や p> এই যে আজকাল sifatą sostą stoffg queen bee, drone, মৌমাছি ও পিপীলিকা জাতির republicএর কথা এতটা জানি, তজ্জন্ত ইহার নিকটে আমরা কৃতজ্ঞ ; কারণ, ইনি একজন প্রধান পথপ্রদর্শক। পূর্ব্বেই বলিয়াছি, এক একটি খেয়াল পোষণ করিতে না পারিলে অনেক সময় জীবন মধুময় হয় না। সার জন লাবক (Sir John Lubbock, to Lord Avebury) একজন ধনী শ্রেষ্ঠীর সস্তান এবং প্রসিদ্ধ রাজনীতিজ্ঞ পণ্ডিত বলিয়া পরিগণিত । কিন্তু তাহার এই ***** Sizzaz Azors fossa Ants, Bees and Wasps' নামক এমন একখানি বহি লিখিয়া ফেলিয়াছেন, যাহা পাঠ করিলেই বুঝিতে পারা যায়, কি বিপুল ধৈর্য্য ও অক্লাস্ত পরিশ্রম সহকারে গ্রন্থকর্ত্তা পিপীলিকা ও মক্ষিকাগণের জীবনলীলা পর্য্যবেক্ষণ করিয়াছেন ; তাহার এই খেয়াল ছিল, বলিয়াই তিনি ologoro Pleasures of Life s Beauties of Life fois strą f5fns «fāzes ng { হইয়াছেন । হেনরী ক্যাভেণ্ডিসের নাম জড়বিজ্ঞানে অদ্বিতীয়। ইনি ইংলগুের অভিজাত-শ্রেণীর মধ্যে সর্বোচ্চ কৌলীন্য-মর্য্যাদাসম্পন্ন একজন "ਿਚੋਂ *E (Duke of Devonshire); ofte of cotto বশবর্তী হইয়া, পার্থিব স্বর্থ-সম্পদ তুচ্ছ জ্ঞান করিয়া আজীবন পরীক্ষাগারে (Laboratory) কালাতিপাত করেন এবং নিউটনের ন্যায় তদগতচিত্ত হইয়া জড়তত্বের গৃঢ় রহস্য উদঘাটন করিতে পারিয়াছেন। সংসারধর্ম্ম করিবার অবসর পর্য্যন্ত ইনি পান নাই। একদিন ব্যাঙ্ক অব ইংলণ্ডের জনৈক প্রতিনিধি সহসা তাহার পরীক্ষাগারে প্রবেশ করিয়া বলিলেন, “মহাত্মন! ব্যাঙ্কে আপনার এক কোটা টাকা মজুত, আপনি আদেশ করিলে আমি তাহা স্ববিধামত খাটাইবার বন্দোবস্ত করি।” : সাধকের তপোভঙ্গ হইল । তিনি ক্রুদ্ধ হইয়া আগন্তকের প্রতি এমন