পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘর সামলাও \بن زع ع your brow.” ইংরেজী আরও একটা সুন্দর কথা আছে "Live on si pence a day and earn it." arts can sista fan fo দেখে কুলীন করে দিয়ে গিয়েছেন ; আর আজ গুণের সঙ্গে দেখা নাই অথচ কৌলিন্য বজায় আছে। নানারূপ সামাজিক Privilege আমরা অকাতরে বংশপরম্পর ক্রমে উপভোগ করে আসছি। “কুলীন কুল সর্ব্বস্ব” নাটক অনেকে দেখে থাকবেন । নৈকষ্য কুলীনের বিবাহের अख झ्नि मा, ७ई এক •জনের একাদি ক্রমে ৫ টা বিয়ে আমি স্বচক্ষে দেখেছি। এক সঙ্গে সাত পাক ঘুরিয়ে বিয়ে ছেলে বেলা অনেক দেখেছি। শত শত বৎসর এইরূপ এক চেটিয়া প্রভূত্ব ভোগ করে সর্বনাশের ধ্বংসের পথে চলেছে সবাই। যুক্সার বীজ যখন প্রবেশ করে, প্রথম তার লক্ষণ বোঝা যায় না । সমাজে পৌরোহিত্যরূপ অত্যাচারের কণ্ডু ধরুন। ইংলণ্ডে ধর্ম্ম যাজক Archbishop of Canterbury TESER GfLAftsfLF IfSS FK বিষয়ে সমুন্নত—ওদের পাত্রীরা পর্য্যন্ত উচ্চ শিক্ষিত ; ওদের ধর্ম্ম যাজক আর আমাদের পুরোহিতের মধ্যে অনেক তফাৎ। যে Alexander Duff রাজর্ষি রামমোহনকে ইংরেজী শিক্ষায় সাহায্য, করেছিলেন তিনি কত সু-পণ্ডিত ছিলেন তা বোধ, হয় অনেকে জানেন-শিক্ষা ও সাধনার সঙ্গে তারা সর্ব্বোচ্চ সম্মান লাভ করে থাকেন । এদের মধ্যে বংশগত কিছুই না-ইংরেজ ও মোছলমানের মধ্যে যে কেহ পাস্ত্রী বা • মৌলবী হইতে পারে। আমাদের ধর্ম্মযাজক বংশানুক্রমিক ! যত মোহস্ত আছে তাদের চরিত্র সম্বন্ধে কিছু বলা নিম্প্রয়োজন। পুরোহিত সংস্কৃত জানে না, দুই পয়সা এক পয়সা দক্ষিণায় পূজা করে-অৰ্দ্ধেক মস্তর আওড়ায়, তাও । আবার উচ্চারণ অশুদ্ধ। মন্ত্র জানে না, মস্ত্রের অর্থ বোঝে না,