পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘর সামলাও . ’’ GGG. . . হইতে উচ্চতম সেনাপতি হওয়া কেবল ওদের দেশেই সম্ভব। আর ইংলণ্ডে কেবল জ্যেষ্ঠ পুত্রই লর্ড হয়—লর্ডের অন্যান্ত ছেলেরা সাধারণ শ্রেণীর অন্তভূক্ত হন। ক্ষমতাশালী উইনষ্টন চাৰ্চিল Duke of Marlboroughর ছেলে—উচ্চ অভিজাত বংশোদ্ভূত হইলেও নিজে Mr. W. Churchill. ইংলিশ লর্ড ও আমাদের , উচ্চশ্রেণীর মধ্যে অনেক তফাৎ । 演 আমাদের দেশে নৈক কুলীনের গণ্ডীর ভিতর আবদ্ধ-প্রত্যেক পরিবার গড় কেটে, পরিখা কেটে বাস করে—এই সর্ব্বনাশকর বংশগত আভিজাত্যের প্রথা একটু বিশেষ ভাবে আলোচনা করা দরকার। বল্লাল সেন নব কুল লক্ষণ দেখে কুলীন করে গেলেন—আমরা চিরকাল কৌলিন্যের দাবী করব এ কেমন কথা ? কায়স্থ ব্রাহ্মণ বৈন্ধুের কথা বাদ দিলে বাংলার ৪২ লক্ষের উপর লোক থাকে। এর মধ্যে ২ কোটা মুসলমান আর নমঃপূত্র প্রায় ২৫ লক্ষ—মাহিষ্ঠ, রাজবংশী, ব্রাত্যক্ষত্রিয় প্রভৃতি জলাচরনীয় জাতির লোক-সাহা, তিলি, শুরী হইতে বাগদী চামার-মৈমনসিংহে আর এক জাত আছে ভূইমালী—হিন্দু সমাজে সব যেন থার্ধোমিটারের স্কেলের মত গ্রেড করা। ওয়েলিংটন স্কোয়ারে ডাক্তার এনিবেসান্টের Hērofsrq sso, ètri st Graded Thermometric ScalesR সম্বন্ধে বলেছিলাম। মাস্ত্রীজের অবস্থা সবচেয়ে শোচনীয়-মান্দ্রাজী হিন্দুদের মধ্যে দৃষ্টিদোষ আছে। মুখের বিষয় বাংলা দেশে সেট। নাই। মাস্ত্রীজে লোকে ঘেরাও করে খায়। আমি একবার বলেছিলাম ঘে দূর হইতে দূরবীক্ষণ (Telescope) দিয়া দেখিলে তারা খাদ্য দ্রব্য ফেলে দেবে কি না? ১৩১৪ বৎসর পূর্ব্বে বলেছি বাঙালীর মস্তিষ্ক অতি অদ্ভুত মস্তিষ্ক। . মাস্ত্রাজের আয়ার আয়াঙ্গারদেরও তদ্রপ—