পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্লীর ব্যথা ల86 করায়ত্ত করিয়াছে ; তাহারা লোটা-কম্বল সম্বল লইয়া কত দূর-দেশ হইতে, আসিয়া অতর্কিতভাবে এখানকার সমস্ত ব্যবসায় হস্তগত করিয়াছে। অথচ আমরা আমাদের ছেলেদিগকে ৫ , বৎসর বয়স হইতেই বিদ্যালয়ে পাঠাই, পাঠের তাড়নায় তাহদের স্বাস্থ্য ভঙ্গ করি—একটার পর আর একট, তাহার উপর আর একটা পাশ করাই, পরে হীনবীর্য্য অস্থিকঙ্কালসার যুবকগণ চাকরীর অভাবে হাঅন্ন হা-অন্ন করিয়া হৃদয়-বিদারক চীৎকার করিতেছে। তুমি সহরের দিকে যতই দৃষ্টিনিক্ষেপ কর না'কেন, আদমশুমারীর বিবরণে জানা যায়, শত করা ৫।৬ জন মাত্র সহরে বাস করে । আর বাকী ৯৪৯৫ জন ইচ্ছায় বা অনিচ্ছায় ম্যালেরিয়াগ্রস্ত হইয়াও পাড়াগায়ে বাস করিতে বাধ্য। এই জনসজা লইয়াই ত বাঙ্গালী জাতি। আমরা কলিকাতায় বসিন্ম যতই রাজনৈতিক আন্দোলন করি ন৷ কেন, যত দিন না আমরা এই বিপুল জনসংঘের মধ্যে লোকশিক্ষা বিস্তার করিতে পারিব, তত দিন রাজপুরুষদের নিকট কোন প্রকার যে দাবী-দাওয়া আদায় করিতে পারিব, তাহা মনে হয় না । এখন আর এক অদ্ভূত নেশা জাতিকে অভিভূত করিয়াছে, অর্থাৎ কাউন্সিলে প্রবেশ । এই উন্মত্ততায় কাহাকেও বা ২০২৫/৩০ হাজার, এমন কি, লাখ টাকা পর্য্যন্ত ব্যয় করিতে দেখা গিয়াছে। সে দিন এক জন বিশিষ্ট এবং অভিজ্ঞ সংবাদপত্রসেবীর সহিত আলাপ করিতে ফরিক্তে আমি " আক্ষেপ করিয়া বলিয়াছিলাম যে, এই নির্ব্বাচনব্যাপারে সমগ্র বাঙ্গালায় অনূ্যন ১২১৫ লাখ টাকা ব্যয় হইয়াছে । তিনি হাসিয়া বলিলেন, ৫০ লাখ টাকার এবং পয়সা কম নহে। কাউন্সিলে ঢুকিয়া বড় বড় গগন-ফাটান ইংরাজী ভাষায় বক্তৃতা করিয়া দেশোদ্ধার করা বড়ই সহজ ব্যাপার। কিন্তু এই যে,