পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী পণ্ডিত হবার মত ভয়ঙ্কর জিনিষ আর কিছুই নাই। বিশেষতঃ ব্যবসায়ক্ষেত্রে উত্থান পতন অতি ভয়ানক ; এরূপ গভীর দায়িত্বপূর্ণ কাজে হাত দেবার আগে একটু শিক্ষার দরকার একথা আর বুঝিয়ে বলতে হবে না । অনভিজ্ঞ লোকের ব্যবসায়-চেষ্টা অল্পদিনের মধ্যেই নিষ্ফল হয়ে গেছে এমন দৃষ্টান্ত অনেক আছে। সুতরাং এ শিক্ষানবিশীকে আমাদের যুবকগণ যেন কখনও উপেক্ষার ভাবে না দেখেন। যুবকগণের প্রতি আমার নিবেদন, ফেল হলে তারা যেন জগৎ অন্ধকার না দেখেন এবং ক্ষোভে ও দুঃখে শেষে আত্মহত্যা করে না বসেন। আর র্তাদের অভিভাবকদের হাতজোড় করে বলছি যে ছেলে ফেল হলে তারা যেন হা হুতাশ না করেন, পোড়া কপাল দুরদৃষ্ট বলে নিজেকে ও পুত্রকে ধিক্কার না দেন। আমাদের ছেলেরা পরীক্ষা পাশ করতে না পারলে যেন মহাপাতকী দস্থ্যর চেয়েও বিষন্ন হয়ে পড়েন । কি দুর্দশা! যে ক’জন বাঙালী পাটের দালাল আছেন তারা সব ফেলকরা ছেলে। বিশ্ববিদ্যালয়ের দ্বার বন্ধ করলে কি টাকা পয়সা বা মচুন্যত্বের দ্বার বন্ধ হয় ? আমি আজীবন ভেবেছি, নব্যবঙ্গের সব ছেলেদের আমি জানি । আমি এই সিদ্ধাস্তে উপনীত হয়েছি যে জীবনে সফলতা লাভ করবার জন্যে গ্রাজুয়েট হবার কোন দরকার নেই । কিন্তু তাই বলে বিদ্যাশিক্ষার আবস্তকতা নেই আমি এমন কথ বলছিন । লেখাপড় চাই । ইংলণ্ড, আমেরিক প্রভৃতি দেশে উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা ও লোকশিক্ষার নানাপ্রকার বন্দোবস্ত আছে। তারা লেখা পড়া শিখে শিল্প বাণিজ্য ব্যবসায় প্রভৃতি নানা atra Gatest sta i vrti stra Knowledge is power sraš শক্তির উৎস। রাসায়নিক পরীক্ষাগারে লর্তমান যুদ্ধের ফলাফল অনেক পরিমাণে নিৰ্দ্ধারিত হয়েছে। প্রকৃত শিক্ষা চাই, কিন্তু