পাতা:আজকের আমেরিকা.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আজকের আমেরিকা
১০৩

এবং জবাবও পেলেন। তাদের মাঝে যা কথা হয়েছিল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাদের কথার অবিকল নকল দেওয়া গেল।

 “আপনি কোথা হতে কথা বলছেন?”

 “এখন আমার কোন নম্বর দিব না।”

 “তবে বিশ্বাসঘাতকটা আপনার ওখানেই থাকে?”

 “বিশ্বাসঘাতক বলবেন না, লোকটি ভূপর্যটক, তার প্রমাণ দিতে সক্ষম হব। তার সংগে সাইকেল আছে, সংবাদপত্রের কাটিং আছে, তিনখান পাসপোর্ট আছে, যদি আদেশ করেন তবে এসব নিয়ে আমি আসতে পারি।”

 “আপনার কি মনে হয় লোকটা ঠিক ঠিকই নির্দোষ?”

 “যদি নির্দোষ না হত তবে আমি এরূপ কথা কখনও বলতাম না।”

 “আপনি সাইকেল ছাড়া আর সব দলিল নিয়ে আসবেন।”

 “তাই হবে।”

 আমি আর ঘর হতে বের হলাম না, বাড়িওয়ালী আমার কাগজপত্র নিয়ে গন্তব্য স্থানে গেলেন এবং আমার কাগজ দেখালেন। আমার কাগজপত্র দেখার পরই বোধহয় তাদের সন্দেহ দূর হয় এবং তৎক্ষণাৎ আমাকে ফোনে ডাকা হয়। ফোনে যে সকল কথা হয়েছিল তারও অবিকল নকল দিলাম।

 “ক্ষমা করবেন মহাশয়, আমরা ভেবেছিলাম আপনি ইমিগ্রেসন বিভাগে কাজ করেন। সাইকেল নিয়ে বের হন না কেন?”

 “স্যানফ্রানসিস্‌কো ভয়ানক উঁচু নীচু শহর, এখানে পায়ে হাঁটতেই পছন্দ করি।”

 “আপনি আজ বিকালে সাইকেলে মারকেট স্ট্রীটে বেড়াবেন আমরা