পাতা:আত্মচরিত (প্রফুল্লচন্দ্র রায়).djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবাথ বলিতে তাঁহার অবচেতন মনেও কিছু ছিল না। দেশের দরিদ্রনারায়ণের পরিত্রাণের জন্য তিনি আপনাকে বিলাইয়া দিয়াছিলেন। বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া লইয়া এই সবত্যাগী বন্ধ, কমবীর মহাপর্ষ জীবনসন্ধায় কালের প্রফুেটিকে অগ্রাহ্য করিয়া গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরিয়া দেশবাসীকে আহবান করিয়াছেন দেশসেবায় জনহিতকর কাযে নিজেদের উৎসগ"কৃত করিতে। দরিদ্র, সচেতা, অস্পৃশ্যতা ও পরাধীনতার অভিশাপে অসাড় হইয়াছিল দেশের লক্ষ লক্ষ মন। তিনি সেই অসাড় মনকে জাগাইয়া তুলিতে সমথ হইয়াছিলেন—সঞ্জীবিত করিয়া তুলিয়াছিলেন তাঁহার অভিনব চিন্তাশক্তির ধারায়। তাঁহার অতিপ্রাণশক্তির প্রাচুষ দেশের পঙ্গ কম ক্ষেত্রগুলি চঞ্চল হইয়া উঠিয়াছিল। মতের বন্ধনমন্ত আচার্যদেবের জীবনগীতা হইতে বাংলার যুবকেরা যাগে যাগে উদ্যমশীল জীবনের আদশ গ্রহণ করিয়া অনুপ্রাণিত হইতে পারবে এবং বাংলার শিল্পক্ষেত্রগুলি নিত্য নবতর প্রেরণা লাভ করিতে পারবে। আচার্যদেবের ত্যাগের অনিবাপ দীপিততে আমাদের এই মাটীর মা এই বাংলাদেশ ভাস্কর হইয়া আছে।* ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি, খড়াপর শ্রীজ্ঞানচন্দ্র ঘোৰ

  • লোকসেবক হইতে মাদ্রিত