অধুনাতন রিপোর্ট হইতে, জেলার (ফরিদপুর) উৎপন্ন কৃষিজাত দ্রব্যের একটা তালিকা দেওয়া হইল:—
ফরিদপুরের কৃষিজাত পণ্য[১]
ফসলের নাম | জমির পরিমাণ | প্রতি একরে উৎপন্ন |
মোট উৎপন্ন | প্রতি মণের দর | মোট মূল্য | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
(একর) | মণ | সে | ছ | (মণ) | টা | আঃ | পাঃ | |||
আশু ধান | ২,৩৯,৩০০ | ১০ | ৩০ | ০ | ২৫,৭২,৪৭৫ | ৬ | ১৩ | ০ | ১,৭৫,২৪,৯৮৫ | |
আমন ধান | ৭,৫৯,৯০০ | ১২ | ২০ | ০ | ৯৪,৯৮,৭৫০ | ৭ | ৪ | ০ | ৬,৮৮,৬৫,৯৩৭ | |
বোরো ধান | ১৪,৪০০ | ১৪ | ০ | ০ | ২,০১,৬০০ | ৪ | ০ | ০ | ৮,০৬, ৪০০ | |
গম | ২,৭০০ | ৮ | ৩০ | ০ | ২৩,৬২৫ | ৪ | ১৪ | ০ | ১,১৫,১৭১ | |
যব | ১১,৭০০ | ১০ | ৩০ | ০ | ১,২৫,৭৭৫ | ৩ | ৬ | ০ | ৪,২৪,৪৯০ | |
ছোলা | ৩,৫০০ | ৯ | ৩০ | ০ | ৩৪,১২৫ | ৪ | ৮ | ০ | ১,৫৩,৫৬২ | |
ডাল | ১,০১,২০০ | ১০ | ৩০ | ০ | ১০,৮৭,৯০০ | ৪ | ০ | ০ | ৪৩,৫১,৬০০ | |
তিসি | ৬,০০০ | ৫ | ৩০ | ০ | ৩৪,৫০০ | ৭ | ০ | ০ | ২,৪১,৫০০ | |
তিল | ১১,২০০ | ৬ | ০ | ০ | ৬৭,২০০ | ৬ | ০ | ০ | ৪,০৩,২০০ | |
সরিষা | ২৪,৬০০ | ৬ | ০ | ০ | ১,৪৭,৬০০ | ৭ | ২ | ০ | ১০,৫১,৬৫০ | |
মসলা | ২৮,৩০০ | প্রতি একর | ২৫ | ০ | ০ | ৭,০৭,৫০০ | ||||
গুড় | ৭,৪০০ | ৩৭ | ০ | ০ | ২,৭৩,৮০০ | ৯ | ৭ | ০ | ২৫,৮৩,৯৮৭ | |
পাট | ২,১১,৭০০ | ১৬ | ১০ | ১০ | ৩৪,২২,২৬২ | ৯ | ৬ | ০ | ৩,২০,৮৩,৭১৩ | |
তামাক | ৪,৪০০ | ৬ | ০ | ০ | ২৬,৪০০ | ১৮ | ০ | ০ | ৪,৯০,০৫০ | |
ফল ও শাক সব্জী | ৬২,২০০ | প্রতি একর | ১৫ | ০ | ০ | ৯,৩৩,০০০ | ||||
মোট টাকা | ১৩,০৭,৩৬,৭৪৫ |
উপরে লিখিত হিসাব হইতে দেখা যাইবে যে, ফরিদপুরের লোকের মাথা পিছু বার্ষিক আয় ৫৭৲ হইতে ৫৮৲ টাকা,—(ফরিদপুরের লোকসংখ্যা ২২ লক্ষ)। জ্যাক ও ও’মালী সকল শ্রেণীর লোকের হিসাব ধরিয়া বার্ষিক আয় মাথা পিছু গড়ে ৫২৲ টাকা, ঋণ ১১৲ টাকা এবং কর ২৸৹ আনা ঠিক করিয়াছেন।[২] জ্যাক বলেন, যে সব লোক শিল্পকার্যে নিযুক্ত আছে, তাহাদের সংখ্যা শতকরা ৮ জনের বেশী হইবে না, এবং এই অল্প সংখ্যক লোকের মধ্যেও এক-তৃতীয়াংশ লোককেও ‘কারিগর’ বলা যায় না। অধিকাংশ শ্রমিক কুলীর কাজ অথবা রাস্তা বা পুকুরে মাটি কাটার কাজ করে। তাহারা ভাল উপায় করে, কাজের মরসামে দৈনিক এক টাকা অথবা মাসিক গড়ে ১৫৲ টাকা হইতে ২০৲ টাকা পর্যন্ত রোজগার করে। কিন্তু এই কাজের মরসুম বৎসরে দুইমাস থাকে কি না সন্দেহ। কেবল ফসল বোনা ও কাটার সময়ে মজুরের প্রয়োজন হয়। একথা সত্য যে, কতকগুলি ভদ্রলোক
- ↑ ১৯২৪-২৫ হইতে ১৯২৮-২৯ এই পাঁচ বৎসরের বাজার দরের গড় হইতে এই হিসাব সংকলিত হইয়াছে। এই ব্যাপারে ফরিদপুর কৃষি ফার্মের শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মিত্র আমাকে যে সাহায্য করিয়াছেন তাহা কৃতজ্ঞতার সহিত স্মরণ করি।
- ↑ ১৯২৪-২৯ এই পাঁচ বৎসর পাটের দর খুব চড়িয়াছিল, সুতরাং জ্যাকের হিসাবের চেয়ে আমার প্রদত্ত হিসাবে আর বেশী ধরা হইয়াছে। বর্তমান বৎসরে (১৯৩২) পাট, চাউল এবং অন্যান্য কৃষিজাত দ্রব্যের মূল্য খুব কম, গত দশ বৎসরের মধ্যে এরূপ হয় নাই। এবং যদি বর্তমান বাজার দর অনুসারে হিসাব করা যায়, তবে মাথা পিছু গড় আর আরও কমিয়া যাইবে, এমন কি অর্ধেক হইবে।