পাতা:আত্মচরিত (প্রফুল্লচন্দ্র রায়).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৎসর পরেও মনে পড়িতেছে। আমি জামান ভাষা মোটামটো শিখিলাম, তাহার ফলে উত্ত ভাষায় লিখিত রসায়ন শাস্ত্র ব্যঝিতে পারিতাম। আমার একজন সহাধ্যায়ী ছিলেন জেমস ওয়াকার (পরে স্যার জেমস ওরাকার) । তিনি ডাণ্ডীর অধিবাসী ছিলেন। ক্লাম ব্রাউন অবসর গ্রহণ করিলে, ওয়াকারই ঐ পদ লাভ করেন। আমার সমসাময়িক জনিয়র ছাত্র আর দুইজন খ্যাতি লাভ করিয়াছিলেন। একজন আলেকজান্ডার স্মিথ, ইনি পরে চিকাগো ও কলবিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। অন্য একজন হিউ মাশাল, ইনি কোবালট অ্যালাম আবিস্কার এবং পারসালফারিকা অ্যাসিড সম্বন্ধে গবেষণা করিবার জন্য বিখ্যাত। মাশাল মাত্র ৪৫ বৎসর (১১১৩ খৃঃ) বয়সে মারা যান। ৫৭ বৎসর বয়সে (১৯২২ খৃঃ) স্মিথের মৃত্যু হয়।* আমি যখন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিতেছিলাম তখন এমন একটি ঘটনা ঘটে, যাহার বারা আমার সমগ্র ভবিষ্যৎ জীবন প্রভাবান্বিত হয়। সতরাং ঐ ঘটনাটি এখানে উল্লেখযোগ্য। স্যার স্ট্যাফোড নথাকোট ১৮৬৭-৬৮ সালে ভারতসচিব ছিলেন। ইনিই পরে লড’ ইডসলি উপাধি লাভ করেন। ১৮৮৫ সালে এডিনবাগ বিশ্ববিদ্যালয়ের লড' রেক্টাররাপে ইনি ঘোষণা করেন যে “সিপাহী বিদ্রোহের পবে ও পরে ভারতের অবস্থা” সম্বন্ধে সবোৎকৃষ্ট প্রবন্ধের জন্য একটী পরস্কার দেওয়া হইবে। তখন আমি লেবরটরীতে বিশেষ পরিশ্রম করিতেছিলাম এবং বি, এস-সি, পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলাম। তৎসত্ত্বেও আমি প্রবন্ধপ্রতিযোগিতায় যোগ দিলাম। আমার ইতিহাসচর্চার স্বাভাবিক প্রবত্তি পনরায় জাগ্রত হইল এবং কিছুকালের জন্য রসায়ন শাস্ত্রের স্থান অধিকার করিল। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী হইতে আমি ভারত সম্বন্ধে বহ গ্রন্থ আনিয়া অধ্যয়ন করিতে লাগিলাম। HIGTER “L’Inde des Rajas”, Lanoye's “L’Inde contemporaine”, "Revue des deux mondes"এ ভারত সম্বন্ধে প্রবন্ধাবলী প্রভৃতি ফরাসী ভাষায় লিখিত গ্রন্থও এই উদ্দেশ্যে পড়িলাম। আমি শীঘ্রই দেখিলাম যে বাজেট আলোচনা এবং রাজস্বনীতি, বিনিময়নীতি প্রভৃতি বঝিতে হইলে অথনীতি (Political Economy) ÎRFE ETT WARFTA I Ifas pisteFU FçHỜg Political Economy azt Essays on Indian Finance গ্রন্থ পড়িলাম। এই অন্ধ অর্থনীতিবিং হ্যাকনীর প্রতিনিধিরাপে পালামেণ্টে প্রবেশ করেন এবং ভারতীয় সমস্যা সম্বন্ধে তাঁহার গভীর জ্ঞানের জন্য প্রসিদ্ধি লাভ করেন। বাল্যকালে “হিন্দপেট্রিয়টে” আমি পড়িয়ছিলাম, মিঃ ফসেট । পালামেণ্টে ভারতের বহন উপকার করিয়া ভারতবাসীদের ভালবাসা লাভ করেন। জনসাধারণের নিকট হইতে তাঁহার ভারতপ্রীতির জন্য "Member for India" বা ভারতের প্রতিনিধি এই আখ্যাও তিনি লাভ করেন। এই বলিলেই যথেষ্ট হইবে যে ভারত সবন্ধে বহন প্রমাণিক গ্রন্থই আমি পড়িয়া ফেলিয়াছিলাম। “ফট নাইটলি রিভিউ", "কনটেমপোরারি রিভিউ", নাইনটিন্থ সেঞ্চরী প্রভৃতি মাসিকপত্রে প্রকাশিত ভারত সবন্ধীয় প্রবন্ধ আমার দটি এড়াইত না। কতকগুলি প্রধান প্রধান ঐতিহাসিক সমস্যা

  • এস্থলে একটী কৌতুকাবহ ঘটনার উল্লেখ করিতে বাধ্য হইলাম। গত বৎসর ঢাকা BBBBBBB BBBB BBBB DD DD BBB D DDBB DDDBBB BBS BB BBB छै:ाथि ठलन। आधि * At home তে স্যার জনের ঠিক পাশেই উপবেশন 蠶 তাঁহাকে উদ্দেশ वणिजाय, “वाख श्राभब्रा ऍछरग्नई '! graduate or , তাহাতে স্যার জন বলেন, ইহা ঠিক নয়; আমরা বহুপবেই *ellow graduätes' §'fùfîrî"eis $ άκ άκάτῆ ও ক্লায় নিকট অধ্যয়ন করেন এবং Hope Prize (রসায়ন বিদ্যায়) লাভ করেন।