পাতা:আদর্শ-সতী.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ष्ट्रिउँौग्नोछ । ད་ ན།། অপরাধি—কেন অভাগিনিকে এত কষ্ট দিচ্চ ; ওহ, নিরাশ । কিছুতেই পাবনা-পাবনা ওহ ! (ক্রন্দন) (সখিত্রয় ) খাম্বাজ—খ্যামটী । নব, নলিন নয়ন নীর নিবার লো । বপুবিনোদ বিপিনে বিচর লো । বনফুল হার, দাও উপহার ; মন মোহন মদনে আবার লো ॥ সাবি। সখি,এটি তোমাদের ভ্রম—পাবার আশা নাই যে। মহা । সত্যবান ব্যতিত আর কি পৃথিবীতে সুন্দর পুৰুষ নাই—কত রাজপুত্র রোয়েছে—স্বয়ম্বর ঘোষনা কোরে দিলে কত মুন্দর রাজা, রাজপুত্র আসবে তাদের ছেড়ে সত্যবানকে বিবাহ কত্তে ইচ্ছা হবে না। সাবি । আমার চক্ষে সত্যবানই সুন্দর— । মহা । সে সামান্ত বনবাসি, যতি—তপস্বি বইত নয় ? তাকে বিবাহ কোলে চিরকাল দুঃখভোগে যাবে। সাবি। তবে কি সামান্ত ধন আশে আমি কুলটা হব ? সখি, প্রাণ থাকৃতে তাত হবে নী—সত্যবানকে আমি মনে মনে পতিত্বে বরণ কেরেছি—ছয় সত্যবানের বনসহচরি হব, ন। ছয় জীবন পরিত্যাগ কর্ব্বে । মহ। ছিছি ও কথা বোলন—মার কেবল তুমিই এক