পাতা:আদর্শ-সতী.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতিয়াঙ্ক। স্বর। এই কর্ম্ম—অনায়াসে— । নগর। তবে সুসংবাদ শেন—সাবিত্রির পিতা-সত্যবান সাবিত্রির বিবাহে সম্মত ছোয়েছেন। মছা । এ রকম সুসংবাদ আপনার কাছেই আশা করা যায় । নার। তবে চোল্লেম্–কথাটা মনে থাকে যেন। সুর । যে আজ্ঞা প্রণাম | [ নারদের আশীর্ব্বাদ করিয়া প্রস্থান । সুর। সখি তবে আর কি ? সাবি। আমার ত বিশ্বাস হয় না। মহা । দেবর্ষির কথায় বিশ্বাস হয় না ? স্বর। প্রণয়ী প্রণয় আশা, কোনকালে মেটেন । থেকে থেকে ভাব ফেরে,স্বভাবত ভাবেন৷ বন । সখি– সবই স্থির ছোয়েছে ; আর ভেবন । সুর। আর কেন ভাব । মনের মতন নাগর পেয়ে হরিষেতে ভাসলো । আবার মধুর অধর পাশে মধুহঁাসি হাসলো। (সাবিত্রির চতুর্দিকে সখিগণের গীত ) সিন্ধুখাম্বাজ–খ্যামূটা। সখি হাস হাস চারু-বদনে । পাইবে তব প্রাণ ধনে ॥