পাতা:আদর্শ-সতী.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতিয়াঙ্ক । সত্য । তোমরা ভাই আমায় বেশ শিক্ষণ দিলে । স্বর। কি করি ভাই—বনের মানুষকে না শিখিয়ে দিলে সে কি কোরে জামৃতে পারবে বল । সত্য। ইনি কি মৌনত্রত অবলম্বন কোরেছেন নাকি ? স্বর । তোমার ধন তুমিই জিজ্ঞেস কর না ভাই । সত্য | আমার সাহস হয় না । মহ । তবে আর আমাদের কি কোরে হবে বল ? সত্য । আপনাদের যে প্রণয় | সুর । আমাদের প্রণয়ে আর তোমার প্রণয়ে ঢের ভিন্ন | সত্য। প্রণয়ের আবার রূপান্তর আছে নাকি ? মহ । রূপান্তর আছে বৈকি—প্রেমের সঙ্গে প্রণয়ের মিলন হোলেই রূপান্তর হয় । নেপথ্যে বামাম্বরে। ওলো সুরেীবালা ! তোরা একবার এদিকে আয়ন ভাই। সুর । যাচ্চিলো-চল ভাই আমরা যাই। মহা । ই চল্‌—চন্তুম ভাই। বন । মনের মুখে আমোদ কর, শর্তুরের চলে। স্বর। প্রেম সাগরে, মনের সাধে ; দাওহে সাতার। অমল জলের, নবীন বাধে ; পোড়না আবার ॥ [ সখিত্রয়ের প্রস্থান । সত্য। -(সাবিত্রির অধর ধারণ করিয়া)