পাতা:আদর্শ-সতী.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয়াঙ্ক । S* সত্য । তোমারি সখিত বটে। সাবিত্রি –এই বয়সে অনেক স্ত্রীলোক দেখেছি—কিন্তু, তোমার মতন সুন্দরি একটাও আমার নয়নগোচর হয়নি—বিধাতার অদ্ভুত নিৰ্মাণ কৌশল । যে ছন্তে অত্যন্ত কুরূপ কুমারির স্বটি কোরেছেন আবার সেই হস্তে তোমার মতন সুন্দরিকে স্বটি কোরেছেন—যথার্থ বোলচি, এই সুন্দর মুখস্ত্র সময়ে সময়ে স্বীয় বোধ হয়। ( সখিত্রয়ের প্রবেশ । ) স্বর। আবার ভাই আমরা এসেছি। বন । এখন ভাই তোমার রাজ্য, তড়িয়ে দিতে ইচ্ছে কেলে তাড়াতে পার, রাখতে ইচ্ছে কলে রাখতে পার। সত্য । সে কি আপনাদের তাড়িয়ে দেব——আমি যার আপনাদের জন্য কত কষ্ট পাচ্ছিলাম। স্বর। কষ্ট পাচ্ছিলে বৈকি? তবে মুখে রাজত্ব কোচ্ছেল কে? বন । বুঝি আর কেউ? জিজ্ঞাসা কর না সখিকে? সুর । সখি, আর এক জন এসেছিল নাকি ? সত্য ! সখির ওপর আপনাদের যে এত রাগ ? সুর । ওলে। বনলতা —এই বার গায়ে লেগেছে—হঁ্য। ভাই, তুমি এইবার কোমর বাধ—ত নাহোলে আমাদের তাড়াতে পার্ব্বেনা । মহ। ওলে। মুরবাল!—দেখ দেখ, ঠাকুরজামায়ের মুখটা শুকিয়ে গেছে—অসময়ে আমরা এসে আমোদের বিয় ছোয়ে বোসেছি।