এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চতুর্থ অঙ্ক। SMMAAAA SAS A SAS SSAS (কানন-কুঠারহস্তে সত্যবান ও পশ্চাতে সাবিত্রি।) সত্যবান— আশয়ারি—বীপতাল। ভাব মানব, মায়াময় অবিনাশি। আঁধার হৃদয় মাঝে পাইবে দেখিতে তপোতেজরাশি । গগণে তারকারাজি গাইছে তাহারে; গাইছে শশী সুধা বরমি। সলিলে সরোজ সদা মহিমা প্রচারে, সুখে গায় বিহুগ ভোগ অভিলামি ;– ডাকরে নাথে, বিমল প্রভাতে ; সরল সন্তোষে ভাসি। সত্য। বনদেবী ! কুসুম বলয়ে আর কণক কঙ্কনে কত বিভিন্ন, তা কেবল তোমাতেই প্রকাশ পাচে । তোমাকে রাজ বাটতে সর্ব্বালঙ্কারে ভূষিতাও দেখেছি, আবার এখন আশ্রমবাসিনী সরলারূপেও দেখচি–কিন্তু সে বেশের অপেক্ষ এবেশে অধিক সুন্দর দেখাচ্চে ।