পাতা:আদর্শ-সতী.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। Nان لي সাবি। ভ্রম ছেয়ে থাকৃবে—এখন কি কোরি—কে আমায় সাহায্য করে— সত্য। [অৰ্দ্ধ উখিতের ন্যায় হইয়। ] যাব ন—যাব ন— ছেড়ে দে যাবনারে— সাবি। কি বোল্‌ছেন নাথ ? সত্য। কালদূত—পিশাচ—কি হবে—কি হবে । সাবি। এf, তবে কি যথার্থই কাল পূর্ণ হোল—জিবীতমাধ—প্রাণেশ্বর—সত্যবান-হৃদয়নাথ—কথা—কও, আর এক বার কথা কওঁ— সত্য। সাবিত্রি—প্রিয়জমে—যাইযে—ওছ! আর রক্ষণনাই সা—বি—ত্রি—ই—ই [ মৃত্যু ] (দৈববানী ) ভীষণ কালের চক্র, ক্রমে ক্রমে ঘুরিল। নিমেষে নিমেষ শূন্য, কাল চক্রে বহিল। সাবি। এf–নাই—জীবন সর্ব্বস্ব!—দুঃখিনীর ধন। দুঃখিনীকে পরিত্যাগ কোরে চেল্লে—প্রাণেশ্বর! আমার যে আর কেউ নাই? ওঠ—কাঙ্গালিনির দিকে একবার ফিরে চাও–হৃদয়ের ধন—হৃদয়ে এস—৬ই! হৃদয় যে ফেটে যায়? ওহ! ভালবাসার পুরস্কার কি এই নাথ ? ভৈরবী—আড়াঠেকা । কোথা গেলে প্রাণনাথ অভাগি কাদে কাননে । ফুরাল কি জীবলীলা কঠোর কালশাসনে।