চতুর্থ অঙ্ক । లి: থাম্বীজ—-একতাল । চলগে চলগো কানন ভিতরে সতী ! পূন পাবে হৃদয় মাঝারে সতী জীবন পতি । স্বযশ সৌরভ, সদা বহিবে ;– পবন প্রেমিক-জন-হৃদয়ে ;--- গাইবে তোমার গুণনিচয়, অমর মানব মতি । সত্যবানের জীবন দান ও সত্যবানের চেতন । ) সত্য একি ভয়ঙ্কর নিদ্রা—বনদেবী আমায় জাগাতে নেই? আমি যে কত ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলেম তা আর তোমায় কি বোলবো । সাবি। যা দেখছিলেন সমুদায় সত্য ঘটনা। সত্য এf বলকি প্রিয়ে—তবেত আজ তুমিই আমার প্রাণ রক্ষণ কোল্লে—ওঃ—জগতে এমন গুণবতি স্ত্রী বার আছে সেই সুখি । (নারদের গান করিতে করিতে প্রবেশ । ) নার। এই যে—সাবিত্রির সতীত্ব বলে—সত্যবান প্রাণ পেয়েছে—তবে যাই ওর সখিদের সত্ত্বনা করিগে। না—আর যেতে হবে না—এই যে তার এল । (সখিত্রয়ের প্রবেশ । ) সখিত্রয়। কৈ সখি কই। নারদ। এই নাও—সত্যবান পুনর্জিবিত হোয়েছে। সত্যবান—এমন সতী সান্ধি স্ত্রী রত্বে তুমি ভূষিত। এই নাও—
পাতা:আদর্শ-সতী.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।