পাতা:আনন্দ রহো.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


(২)


আক - যদি আপনাকে আমি বিলক্ষন রুপ না জানতেম, আপনাকে
   মিথ্যাবাদী বলতেম। আমার সন্দেহ ক্ষমা করুণ, আপনি কি
   যথার্থই জেনে বলছেন, যে এরূপ দীন প্রজা দিল্লীতে আছে।
   বিশেষ তত্ত্ব নিয়ে ছিলেন কি?
মান - বিশেষ তত্ত্ব না নিলে একপয়সার কথা জাঁহাপনার সম্মুখে
   নিবেদন কত্তে সমর্থ হতেম না।
    (নেপথ্যে - "আনন্দ বহো!!- আনন্দ বহো"!!!
আক - মহারাজ! আপনার বাহুবলে আমি দিল্লিশ্বর - আপনার
   দেবতুল্য বাক্যে আজ জানলেম, আমি দিল্লীর ঈশ্বর বলে,
   প্রজার প্রেমে নয়। আমি ভোজনান্তে সুখ-শয্যায় শয়ন করে
   মনে কত্তেম, সে আমার রাজ-নিয়মে প্রজাগণ সকলেই সুখী
   অতএব কিঞ্চিত বিরামে হানি নাই। কিন্তু অদ্য আমার ধারনা
   হলো, যে অন্য বিষয় জানি না জানি, প্রজার বিষয় জানি না, এ
   কথা নিশ্চয়।
   (নেপথ্যে - "আনন্দ বহো!! আনন্দ বহো"!!!)
আক - মহারাজ! প্রজাদের কি অভাব বলতে পারেন?
মান - জাঁহাপনা! আমি সেনাপতি মাত্র, তবে আমি হিন্দু এই
   নিমিত্ত যৎকিঞ্চিত হিন্দুর অভাব বলতে পারি। কিন্তু দৈন্যতার
   অভাব সম্বন্ধে দীন ব্যক্তি প্রকৃত উপদেষ্টা।

(বেতালের প্রবেশ)

বেতা - "আনন্দ রহো!! আনন্দ রহো"!!!
মান - কিরে বেতাল, তুই এখানে যে?
বেতা - দেখচি।
আক - মহারাজ ওর নাম কি বলেন?
মান - বেতাল।