( 3 ) দেখ না । না—তোর ফিরে মে | ( মোহর ফেলিয় দেওন ) ,“আনন্দ রহে ! আনন্দ রহো" !!! মান--বেতাল দেখলেন ? - আক—রাণ প্রতাপ এখন কি অবস্থায় আছেন বলতে পারেন ? মান-রীণ প্রতাপ কি অবস্থায় আছেন, আমি বিশেষ অবগত নাই, জাহাপনা ! দীন প্রজাদের কথা হচ্ছেল । অক--তামিও প্রজার কথা তুলেছি। মান—জাহাপন । রাণ বিদ্রোহী । আক—মহারাজ ! প্রজার অধিক আর কিছু পরিচয় দিলেন না। আপনি যাহকে দীন বলেন, সে আপনার সম্মুখেই তামাকে ভাচছল্য কল্লে,-এক পয়সার প্রার্থী, মোহর দিলাম, ফিরিয়ে দিলে। আর, রাণী কিছুই প্রার্থনা করে না, কেবল আপনার সম্পত্তি ভোগ কত্তে চায় ; আমার বল আছে, বল পূর্বক সেই সম্পত্তি হতে তাকে আমি বঞ্চিৎ করবে । মান--রাণ দাস্তিক । তাক—অথচ তাম অপেক্ষ সহস্র গুণে দুর্ব্বল। প্রজা সম্বন্ধে কিছুই জানি না আজ আমার ধারনা হয়েছে ; নতুবা বহুতে রাণ একজন দীন প্রজা। (নেপথ্যে—“আনন্দ রছে –আনন্দ রছে ” !!!) মান--বেতাল বেটা ! (উভয়ের প্রস্থান ) (নারান সিংহ, লছম ও সখীগণের প্রবেশ ) লহ—নারান সিং । আর কতদূর যেতে হবে ? নার!—নিকটেই । लइ--श्रांझ रुङ नूज़ ? মারা—দেখতে পাচ্ছন, এই কুঞ্জের আড়ালে। লহ-– উঃ ! কি ভয়ঙ্করী মুভী ।
পাতা:আনন্দ রহো.djvu/১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।